Trending Punjabi: অষ্টমী হোক বা দশমী, এই দোকানে গেলেই জলের দামে পাবেন পুজোর সেরা ট্রেন্ডিং পাঞ্জাবি, কোথায় জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Trending Punjabi: প্রিয়জনের সঙ্গে অষ্টমীর অঞ্জলি দেবেন প্ল্যান করেছেন , তাহলে আপনার জন্য পারফেক্ট ড্রেস হবে এই ট্রেনিং পাঞ্জাবি গুলি!
পুরুলিয়া : দুর্গাপুজো মানেই বাঙালির কাছে অন্যরকম আবেগ। এইসময় আপামর বঙ্গবাসী মেতে ওঠে উৎসবের আমেজে। দুর্গাপুজোয় নতুন জামা কাপড় কেনার হিড়িক পড়ে যায় সর্বত্র। পুজো আসার আগে থেকেই চলে কেনাকাটির প্রস্তুতি। এমন কি শেষ মুহূর্তেও বাজার , দোকান, শপিং মল গুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুজোয় অষ্টমী ও দশমীতে পাঞ্জাবি পরা এখন যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তাই এই সময় পাঞ্জাবির দোকানে ভিড় জমান ক্রেতারা। জেলা পুরুলিয়া চকবাজারেরও দেখা গেল সেই একই দৃশ্য। এবছর পুরুলিয়াতে বেশ কিছু পাঞ্জাবি ট্রেন্ডিং-এ চলছে।
এ-বিষয়ে চকবাজারের এক পাঞ্জাবির দোকানের বিক্রেতা মনোজ কুমার গুপ্তা বলেন, বেশ কিছু ট্রেন্ডিং পাঞ্জাবি এ-বছর মার্কেটে চলছে। তার মধ্যে ডিজিটাল প্রিন্ট, হ্যান্ডলুমের কাজ , মা দুর্গার ছবি দেওয়া বিশেষ পাঞ্জাবি এই সময় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মূলত দুর্গাপুজো উপলক্ষেই এই পাঞ্জাবি গুলির চাহিদা বাড়ে।
advertisement
advertisement
এ বিষয়ে এক ক্রেতা পুতুল দেওঘরিয়া বলেন, তিনি কমবেশি সারা বছরই এই দোকান থেকে পাঞ্জাবি কিনে থাকেন। পুজোর সময় একেবারে নতুন কালেকশনের পাঞ্জাবি কিনতে তিনি এসেছেন। পাঞ্জাবি কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। দুর্গাপুজোয় ট্রেন্ডিং পাঞ্জাবির যথেষ্ট ভাল কালেকশন রয়েছে। এই সমস্ত ট্রেন্ডিং পাঞ্জাবি পেয়ে তিনি খুবই খুশি।
advertisement
দুর্গাপুজো মানেই নতুন জামা কাপড়। সেই জামা কাপড়ের তালিকায় অনেকখানি জায়গা করে নেয় পাঞ্জাবি। কারণ বাঙ্গালী পুজোয় বাঙালিয়ানা ছোঁয়া থাকবে না তা কি হয়। তাইতো এই সময় পাঞ্জাবি চাহিদা অনেকখানি বেড়ে যায়। আর বর্তমান প্রজন্মের কাছে এই সমস্ত ট্রেন্ডিং পাঞ্জাবি যথেষ্ঠ জনপ্রিয় হয়ে উঠেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 9:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Trending Punjabi: অষ্টমী হোক বা দশমী, এই দোকানে গেলেই জলের দামে পাবেন পুজোর সেরা ট্রেন্ডিং পাঞ্জাবি, কোথায় জানেন?