Durga Puja 2023: কম দাম, পরেও আরাম! পুজোয় এল সূর্যমুখী ফুলের নকশা আঁকা খাদি শাড়ি, কোথায় পাবেন
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
Last Updated:
Durga Puja 2023: কটন হ্যান্ড প্রিন্ট এর এই সূর্যমুখী শাড়ি গুলো পুজোর সকাল বেলা অঞ্জলী দেওয়া কিংবা দিনের বেলা ঘুরতে যাওয়ার জন্য ভীষণ আরামদায়ক।
উত্তর দিনাজপুর: হাতে মাত্র আর কয়েকটা দিন। আর ইতিমধ্যেই জমে উঠেছে পুজোর বাজার। প্রতি বছর পুজো মানে বাজারে নতুন নতুন শাড়ি।
ধারাবাহিকের পছন্দের নায়িকাদের শাড়ি প্রতি বছর ঘুরে ফিরে আসে ফ্যাশনে। তবে এ বছর কিছুটা পরিবর্তন এসেছে। ট্যাডিশন্যাল সিল্ক,জামদানি , তশোর, কাতান, এ সব তো আছেই। তারই সঙ্গে প্রতিব ছরের মত এ বছরের ট্রেন্ডিংয়ে রয়েছে কিছু শাড়ি।
তার মধ্যেই অন্যতম হল সূর্যমুখী খাদি শাড়ি। পুরো শাড়িতেই রয়েছে সূর্যমুখী ফুলের নকশা। কটন হ্যান্ড প্রিন্টের এই সূর্যমুখী শাড়িগুলি পুজোর সকাল বেলা অঞ্জলি দেওয়া কিংবা দিনের বেলা ঘুরতে যাওয়ার জন্য ভীষণ আরামদায়ক। এ ছাড়া যাঁরা নিয়মিত শাড়ি পরেন না, তাঁরাও অনুষ্ঠানে বা অফিসে যাওয়ার সময়ে খাদি কাপড়ের এই সূর্যমুখী শাড়ি গুলো বেছে নিতে পারেন।
advertisement
advertisement
কালিয়াগঞ্জে সুনন্দা বুটিকের কর্ণধার সুনন্দা রায় জানান এবার পুজোর ট্রেন্ডিং এ রয়েছে রং বেরংয়ের হাতের নকশা করা সূর্যমুখী ফুলের ডিজাইন করা এই শাড়ি গুলো। যা পেয়ে যাবেন ২০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে। সুনন্দা রায় জানান, এ বছর এই শাড়িগুলোর চাহিদা তুঙ্গে। এই শাড়িগুলোর সাথেই পেয়ে যাবেন এই ম্যাচিং ব্লাউজও।’
advertisement
পুজোর বাজার করতে আসা এক ক্রেতা পিউ দাস জানান. ডিজাইনার শাড়ি তো আছেই, তবে প্রত্যেকেই চায় পুজোর দিনে আরামদায়ক কিছু শাড়ির কালেকশন। যেটা পরে সব ধরনের কাজ করা যায়। এমনকি পুজো ছাড়াও সারা বছর ব্যবহার করা যায়। এগুলির মধ্যে রয়েছে সূর্যমুখী খাদি কাপড়ের এই শাড়ি। যা সত্যি ভীষণ সুন্দর।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 1:44 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023: কম দাম, পরেও আরাম! পুজোয় এল সূর্যমুখী ফুলের নকশা আঁকা খাদি শাড়ি, কোথায় পাবেন