Train Cancellation: কাল বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন! বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন তালিকা…
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
একদিনের জন্য একাধিক ট্রেন বাতিল। দক্ষিণ পূর্ব রেলে একাধিক রুটে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। বাতিল ট্রেনগুলির মধ্যে অধিকাংশ দূরপাল্লার ট্রেন।
মালদহঃ একদিনের জন্য একাধিক ট্রেন বাতিল। দক্ষিণ পূর্ব রেলে শাখার একাধিক রুটে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। বাতিল ট্রেনগুলির মধ্যে অধিকাংশ দূরপাল্লার ট্রেন। আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। রেলের পক্ষ থেকে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে। বাতিল ট্রেনগুলি হল-১৩৪০৪ ভাগলপুর – রাঁচি বনানচল এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ১৯.০৯.২০২৩) ১৮১৮৬ গোড্ডা – টাটানগর এক্সপ্রেস (যাত্রা শুরু ১৯-০৯-২৯২৩)।
এছাড়াও পূর্ব রেলের সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া সাতটি (৭)টি অন্যান্য ট্রেনগুলিও নিম্নরূপ বাতিল থাকবে: ১৭০০৭ সেকেন্দ্রাবাদ – দারভাঙ্গা এক্সপ্রেস। ২৮১৮২ কাটিহার – টাটানগর এক্সপ্রেস। ২২৫১১ লোকমান্য তিলক (টি)- কামাখ্যা এক্সপ্রেস।১৫৬৬২ কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস। ১৫০২৮ গোরখপুর – হাতিয়া মৌর্য এক্সপ্রেস। ১৩২৮৮ রাজেন্দ্র নগর (টি)- দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস। ০৭০৫২ রাক্সৌল – সেকেন্দ্রাবাদ স্পেশাল।একদিনের জন্য এই সমস্ত ট্রেন গুলি বাতিল করেছে রেল।
advertisement
advertisement
বৃহস্পতিবার থেকে আবারও ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। বাতিল ট্রেনগুলি নির্ধারিত সময়ে ছাড়বে। একদিনের জন্যই সম্পূর্ণভাবে বাতিল ট্রেনগুলি। যাত্রীদের সুবিধার জন্য রেলের পক্ষ থেকে অগ্রিম বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন বাতিলের তালিকা দেওয়া হয়েছে।
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2023 12:59 PM IST








