Drink Luke Warm Water: ঘুমের আগে এক গ্লাস কুসুম গরম জল! শরীরের অর্ধেক সমস্যা কমবে এতেই
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Benefits of Water: ঘুমনোর আগে জল খেলে বা ঘুম ভেঙে উঠে জল খেলে তা শরীরের জন্য অত্যন্ত ভালো একটি অভ্যাস।
#নয়াদিল্লি: তেষ্টায় গলা শুকিয়ে মাঝরাতে ধড়ফড় করে উঠে বসতে হয়েছে, এমন অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে আপনারও! শরীরে জলের মাত্রা কমে গেলেই হাজারো সমস্যা। আমাদের শরীরকে হাইড্রেটেড (Drink Luke Warm Water) রাখার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। শরীরে জলের ভারসাম্য ঠিক রইলেই মেজাজ ফুরফুরে থাকে, হজম হয় ভালো, উদ্বেগ হ্রাস পায় এবং সংক্রমণও প্রতিহত হয়। সারাদিন কাজের মধ্যে জল খাওয়া (Drink Luke Warm Water) যতটা গুরুত্বপূর্ণ, ঘুমনোর সময়ও হাইড্রেশন ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ঘুমনোর আগে জল খেলে বা ঘুম ভেঙে উঠে জল খেলে তা শরীরের জন্য অত্যন্ত ভালো একটি অভ্যাস।
ঘুমের আগে জল খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে।
advertisement
ঘুম ভালো হয়
জল আমাদের মেটাবলিজমের উন্নতিতে সাহায্য করে। খাবার হজম করার সময় আমাদের শরীর বিশ্রামে থাকার সময়ের চেয়ে বেশি শক্তি ব্যবহার করে। আমাদের হৃদস্পন্দনকে বাড়িয়ে তোলে এবং ঘুম আসাকে আরও কঠিন করে তোলে। যখন আমাদের গলা এবং অনুনাসিক নালি অত্যধিক শুকিয়ে যায়, তখন আমাদের নাক ডাকা বেড়ে যায় এবং তেষ্টা পেয়ে ধড়ফড়িয়ে জেগে ওঠার সম্ভাবনাও বেড়ে যায়। ঘুমনোর আগে (Drink Luke Warm Water) পর্যাপ্ত জল খেলে এই সমস্যা এড়ানো সম্ভব।
advertisement
বদহজমের সমস্যা সমাধান
গরম জল হজমশক্তি বাড়ায় কারণ গরম জল খাবার হজম করার জন্য পাকস্থলীতে পাচক রসের নিঃসরণ বাড়ায়। হজম ভালো হলে অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যাও কমে। রাতে গরম জল (Drink Luke Warm Water) খেলে খাবার দ্রুত হজম হয়।
advertisement
টক্সিক পদার্থ বেরিয়ে যায়
রাতে ঘুমনোর আগে গরম জল খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে অতিরিক্ত ঘাম হতে পারে, যা শরীর থেকে টক্সিন বের করে দেয়।
ওজন কমাতে সহায়ক
রাতে এক গ্লাস কুসুম কুসুম গরম জল খেলে তা ওজন কমাতেও সাহায্য করে। শরীরের অতিরিক্ত মেদ কমায় বলে চিকিৎসকরাও রাতে গরম জল খাওয়ার পরামর্শ দেন।
advertisement
মেজাজ চাঙ্গা রাখে
যখন তেষ্টা পায় তখন আমাদের সেরোটোনিন এবং ডোপামিনের মাত্রা কমে যেতে পারে। এই দু’টি হরমোনই উদ্বেগ নিয়ন্ত্রণ করে। ফলস্বরূপ রাতে ভালো ঘুম হতে পারে। জল সাধারণত হরমোনের মাত্রার মাধ্যমেই মেজাজ ভালো রাখে।
ত্বকের স্বাস্থ্য ভালো রাখে
শুধু পেটের জন্যই নয়, ত্বকের জন্যও গরম জল উপকারী। বলা হয়, ঘুমনোর আগে গরম জল খেলে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বক সংক্রান্ত অনেক অসুখও সারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 9:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Drink Luke Warm Water: ঘুমের আগে এক গ্লাস কুসুম গরম জল! শরীরের অর্ধেক সমস্যা কমবে এতেই