Travel News: ডুয়ার্সের পর্যটনের মুকুটে নতুন পালক, বাংলাতেই রয়েছে দেশের উচ্চতম গ্লাস টাওয়ার, ছুটিতে যাবেন নাকি?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Travel News: ডুয়ার্সের পর্যটনের মুকুটে নতুন পালক। বেসরকারি উদ্যোগে গ্লাস টাওয়ার আলিপুরদুয়ারে। গ্লাস টাওয়ারে পর্যটকদের ভিড় উপচে পড়ল। ডুয়ার্স থেকে দাঁড়িয়ে ভুটান দর্শন সম্ভব হবে।
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: ডুয়ার্সের পর্যটনের মুকুটে নতুন পালক। বেসরকারি উদ্যোগে গ্লাস টাওয়ার আলিপুরদুয়ারে। গ্লাস টাওয়ারে পর্যটকদের ভিড় উপচে পড়ল। ডুয়ার্স থেকে দাঁড়িয়ে এবার ভুটান দর্শন সম্ভব হবে।
পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই গ্লাস টাওয়ার। চারদিকে ঝকঝকে নীল আকাশ ও সবুজের ছড়াছড়ি ৷ সঙ্গে দূরে দৃশ্যমান পাহাড় ৷ ডুয়ার্সে ঘুরতে গেলে এমন মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা ৷
আরও পড়ুন-শীত চলে গেলেও কড়াইশুঁটি খেতে চান? আজই করুন ছোট্ট ৩ কাজ, সারাবছর পাবেন টাটকা তাজা সবুজ মটর, রইল সিক্রেট ট্রিকস
আলিপুরদুয়ারে এক বিনোদন পার্কে তৈরি হয়েছে ভারতের উচ্চতম গ্লাস টাওয়ার ৷ যার উচ্চতা ৯৮ ফুট ৷ সেই গ্লাস টাওয়ার থেকেই সমগ্র ডুয়ার্স ও ভুটান দৃশ্যমান ৷ এই গ্লাস টাওয়ারের ওপরে উঠলে বক্সার জঙ্গল ও ভুটান দেখা যায় ৷
advertisement
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের
টাওয়ারের উপরে বেশ কয়েকটি বাইনোকুলার আছে ৷ সেলফি জোন করা হয়েছে ৷ একসঙ্গে মোট ২৫ জন টাওয়ারে উঠতে পারবেন ৷ গ্লাস টাওয়ারে উঠতে হলে পর্যটক পিছু ২০০ টাকা টিকিট করা হয়েছে ৷ তবে, গ্লাস টাওয়ারের উপরে থাকা দোলনায় চড়তে হলে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে পর্যটকদের ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 1:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel News: ডুয়ার্সের পর্যটনের মুকুটে নতুন পালক, বাংলাতেই রয়েছে দেশের উচ্চতম গ্লাস টাওয়ার, ছুটিতে যাবেন নাকি?











