Dol Holiday Tourist Spot: দোলের কম দিনের ছুটিতে চলুন নশিপুর রাজবাড়ির মন্দিরে! আপনাকে মুগ্ধ করবে

Last Updated:

Murshidabad Tourism: দোলের ছুটিতে ভাবছেন কোথায় যাবেন। ঘুরে আসুন বাংলার ৩৩কোটি দেবতার মন্দিরে। আছে এই বঙ্গেই সেই মন্দির। দোলের ছুটিতে কাটিয়ে আসতে পারেন এই মন্দিরে। 

+
নশিপুর

নশিপুর রাজবাড়ির মন্দির

মুর্শিদাবাদ: দোলের ছুটিতে ভাবছেন কোথায় যাবেন। ঘুরে আসুন বাংলার ৩৩কোটি দেবতার মন্দিরে। আছে এই বঙ্গেই সেই মন্দির। দোলের ছুটিতে কাটিয়ে আসতে পারেন এই মন্দিরে।
মুর্শিদাবাদ শহরের পাশেই অবস্থিত নশিপুর রাজবাড়ি। নশিপুর রাজবাড়ির আন্দরেই আছে এক মন্দির। এই মন্দিরে ২৫টি চুরা আছে। যা পদ্ম ফুলের আকৃতি। পদ্ম ফুলের মতো দেখতে বলেই এই মন্দির পরিচিত। কথিত আছে, রাজা দেবী সিং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পানীপথ থেকে এই বিগ্রহ নিয়ে আসা হয়েছিল নশিপুরে। রাম চন্দ্র থেকে কালী সমস্ত কিছুই আছে। সোনা রূপা অষ্টধাতু কষ্টিপাথরের মুর্তি বর্তমানে। ৩৩কোটি দেবতা বলা হয়। কিন্তু ৩৩কোটি প্রকার বলা হয় দেবতাদের। আর সেই ৩৩ প্রকারের সমস্ত দেব দেবীর রুপ আছে এই মন্দিরে।
advertisement
advertisement
নশিপুর প্রাসাদ ছিল দেবী সিংহের দরবার, যিনি নবাবী আমলে ব্রিটিশদের ব্যয় আদায়কারী ছিলেন এবং কঠোর কর কর্তৃপক্ষ হিসাবে খ্যাত ছিলেন। নশিপুর রাজবাড়ির ব্যক্তিগত জিনিসপত্র, ফরম্যান্স, সেই সময়ের কর আদায়ের সঙ্গে সম্পর্কিত আইনি দলিল এবং অন্যান্য বিষয়াদি প্রদর্শন করে এটিকে নশিপুর রাজবাড়ি যাদুঘরে রূপান্তর করা হয়েছে। রাজ প্রাসাদে রামচন্দ্রের একটি মন্দিরও রয়েছে, যা মুর্শিদাবাদ জুড়ে অন্যতম বৃহত্তম মন্দির।
advertisement
বর্তমানে শ্রাবণ মাসের ঝুলন যাত্রা ঠিক তেমনই বিখ্যাত রয়েছে রথযাত্রা উৎসব ।যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। এছাড়াও দোল পুর্নিমাতে বিশেষ পুজো চলে মন্দিরে। তবে বছরের অন্যান্য সময় এই মন্দির দর্শন করতে আসেন পর্যটকরা।
আরও পড়ুন Pegs Measurement Reasons: ১০-২০ নয়, কেন শুধুমাত্র ৩০ আর ৬০ মিলিতেই মাপা হয় মদের পেগ? উত্তর জানেন না ৯৯ % মানুষই
১৭৫৬ সালে রাজা দেবী সিংহ পানিপথ থেকে পশ্চিমবঙ্গে আসেন ব্যবসা সংক্রান্ত কারণে পরে ব্রিটিশদের আনুগত্য পেয়ে ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ শুরু করেন এবং সেই কাজ যথেষ্ট ভালোভাবে সম্পন্ন করেন। ধীরে ধীরে এই কাজে রপ্ত হয়ে হেড কালেক্টর হয়ে যান। এইভাবেই তিনি বাংলায় থেকে যান এবং নশিপুর রাজবাড়ি স্থাপন করেন এবং গড়ে ওঠে এই সুবিশাল মন্দির।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dol Holiday Tourist Spot: দোলের কম দিনের ছুটিতে চলুন নশিপুর রাজবাড়ির মন্দিরে! আপনাকে মুগ্ধ করবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement