Pegs Measurement Reasons: ১০-২০ নয়, কেন মদের পেগ শুধুমাত্র ৩০ আর ৬০ মিলিতেই মাপা হয়? উত্তর জানেন না ৯৯ % মানুষই

Last Updated:
মদ তো খান অনেকেই কিন্তু এই মাপের কোনও হদিশ নেই কারও কাছে৷
1/8
পেগ হিসেবে মদ পান করেন৷ তবে জানেন কী যে পেগ মেপে পদ খাচ্ছেন তা শুধু মাত্র ৩০ মিলি বা ৬০ মিলি বা ৯০ মিলিতেই মাপেই ঢালা হয়?
পেগ হিসেবে মদ পান করেন৷ তবে জানেন কী যে পেগ মেপে পদ খাচ্ছেন তা শুধু মাত্র ৩০ মিলি বা ৬০ মিলি বা ৯০ মিলিতেই মাপেই ঢালা হয়?
advertisement
2/8
ভারত ও নেপালে মদ পরিবেশন করার সময় ‘পেগ’ শব্দটি ব্যবহার করা হয়।
ভারত ও নেপালে মদ পরিবেশন করার সময় ‘পেগ’ শব্দটি ব্যবহার করা হয়।
advertisement
3/8
স্মল বা ছোট পেগের অর্থ ৩০ মিলি মদ। আর লার্জ বা বড় পেগ অর্থাফ ৬০ এমএল। এর বাইরে রয়েছে পাতিয়ালা পেগ। সেটি ৯০ এমএল-এর।
স্মল বা ছোট পেগের অর্থ ৩০ মিলি মদ। আর লার্জ বা বড় পেগ অর্থাফ ৬০ এমএল। এর বাইরে রয়েছে পাতিয়ালা পেগ। সেটি ৯০ এমএল-এর।
advertisement
4/8
তবে কেন এই পেগ শুধুমাত্র ৩০ বা ৯০ মিলিতেই মাপা হয়? কেন ১০ বা ২০ বা ৫০ মিলিতে মাপা হয় না? কখনও ভেবে দেখেছেন?
তবে কেন এই পেগ শুধুমাত্র ৩০ বা ৯০ মিলিতেই মাপা হয়? কেন ১০ বা ২০ বা ৫০ মিলিতে মাপা হয় না? কখনও ভেবে দেখেছেন?
advertisement
5/8
এই পেগ শব্দের উৎপত্তি সুদূর ডেনমার্কে। অ্যালকোহল পরিমাপের একক হিসেবে এদেশে পেগ শব্দটি ব্যবহার করা হয়।
এই পেগ শব্দের উৎপত্তি সুদূর ডেনমার্কে। অ্যালকোহল পরিমাপের একক হিসেবে এদেশে পেগ শব্দটি ব্যবহার করা হয়।
advertisement
6/8
মদ তো খান অনেকেই কিন্তু এই মাপের কোনও হদিশ নেই কারও কাছে৷
মদ তো খান অনেকেই কিন্তু এই মাপের কোনও হদিশ নেই কারও কাছে৷
advertisement
7/8
দুরকম পেগ মেপে দেওয়ারও কারণ রয়েছে৷ একটি স্মল ও লার্জ। আসলে মদ্যপানের পরই আমাদের শরীর অ্যালকোহলকে বিষাক্ত পদার্থ বলে চিহ্নিত করে। সেটিকে বাইরে ফেলতে চায়৷ তখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ অ্যালকোহলেক ভেঙে অন্য রাসায়নিক উপাদান তৈরি করে। ৩০ মিলি মদ ধীরে ধীরে পান করলে তা আমাদের শরীর দ্রুত হজম করাতে পারে।
দুরকম পেগ মেপে দেওয়ারও কারণ রয়েছে৷ একটি স্মল ও লার্জ। আসলে মদ্যপানের পরই আমাদের শরীর অ্যালকোহলকে বিষাক্ত পদার্থ বলে চিহ্নিত করে। সেটিকে বাইরে ফেলতে চায়৷ তখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ অ্যালকোহলেক ভেঙে অন্য রাসায়নিক উপাদান তৈরি করে। ৩০ মিলি মদ ধীরে ধীরে পান করলে তা আমাদের শরীর দ্রুত হজম করাতে পারে।
advertisement
8/8
আরও একটি কারণ রয়েছে এই ৩০ থেকে ৬০ মিলি মাপের জন্য৷ বেশিরভাগ মদের বোতল হয় ৭৫০ এমএল-এর। ফলে ৩০ ও ৬০ এমএল পেগ হলে মদের হিসেব রাখতে সুবিধা হয়৷ Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
আরও একটি কারণ রয়েছে এই ৩০ থেকে ৬০ মিলি মাপের জন্য৷ বেশিরভাগ মদের বোতল হয় ৭৫০ এমএল-এর। ফলে ৩০ ও ৬০ এমএল পেগ হলে মদের হিসেব রাখতে সুবিধা হয়৷ Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
advertisement
advertisement
advertisement