Neuro Diseases: গ্যাস ভেবে অবহেলা? রোজ তিলে তিলে ভয়ানক আকার নিচ্ছে কি মারণরোগ! চিকিৎসক জানালেন স্নায়ুরোগের উপসর্গ

Last Updated:

Neuro Diseases: স্নায়ুর সমস্যা রয়েছে, কীভাবে মিলবে সমাধান, কোন কোন উপসর্গ দেখা দিলে আপনি সতর্ক হবেন, তা জানালেন চিকিৎসক।

+
স্নায়ুর

স্নায়ুর রোগ নিয়ে সতর্ক হোন

পশ্চিম মেদিনীপুর: স্বাস্থ্য নিয়ে কমবেশি সকলেই সচেতন। তবে বর্তমানে মানুষের স্নায়বিক সমস্যা মাথাচাড়া দিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ বাদ পড়ে না কেউই। এই স্নায়বিক সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী, তা সবিস্তারে তুলে ধরলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিব্যায়নম সাহু। প্রতিদিন সামান্য বেশ কিছু নিয়ম মেনে চললে শরীর ও স্বাস্থ্য সুস্থ রাখা যাবে অনায়াসে, এমনটাই জানান তিনি।
কী কী ভাবে বুঝবেন আপনার স্নায়বিক সমস্যা রয়েছে? তা সবিস্তারে তুলে ধরলেন এই চিকিৎসক। বিভিন্ন মানুষ তড়কা রোগে ভোগেন। আগেরকার দিনে এই রোগের তেমন ওষুধ না থাকায় চিকিৎসা তেমন হত না। স্বাভাবিক ভাবে এই রোগ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। তবে বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ আবিষ্কারের ফলে এই রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে।
advertisement
advertisement
বর্তমানে স্ট্রোকের সংখ্যাটা বাড়ছে। স্বাভাবিকভাবে এই স্ট্রোক নিয়ে চিন্তায় থাকেন সকলে। এই স্ট্রোক থেকে বাঁচতে গেলে তেল , মশলা জাতীয় খাবার কম খেতে হবে। পাশাপাশি চর্বি জাতীয় খাবার কম খাওয়া ভাল। মদ্যপান কিংবা ধূমপান না করাই শ্রেয়। এছাড়াও সপ্তাহে অন্তত তিনদিন শরীরচর্চা করা উচিত।
advertisement
এছাড়াও স্ট্রোক হলে মানুষ গ্যাস ভেবে নানা ওষুধ খেতে থাকেন। তবে সব রোগ বা জ্বর, বমিকে গ্যাস ভেবে অবহেলা করা যাবে না। কী কারণে এই উপসর্গ দেখা যাচ্ছে, তা জেনে প্রকৃত চিকিৎসা করা উচিত। বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনে বা মানসিক অবসাদে ভোগেন। তাই ডিপ্রেসড হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Neuro Diseases: গ্যাস ভেবে অবহেলা? রোজ তিলে তিলে ভয়ানক আকার নিচ্ছে কি মারণরোগ! চিকিৎসক জানালেন স্নায়ুরোগের উপসর্গ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement