Doctor Eating Cow Dung Viral Video: অবিশ্বাস্য কাণ্ড! নিজে হাতেই গোবর খাচ্ছেন চিকিৎসক! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটমাধ্যম...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Doctor Eating Cow Dung Viral Video: এমবিবিএস এমডি ওই চিকিৎসকের গোবর খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
#হরিয়ানা: সাম্প্রতিক সময়ে ভারতে গরুর বর্জ্য (Doctor Eating Cow Dung Viral Video) খাওয়ার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে কট্টর হিন্দুত্ববাদীদের। এমনকী, অতিমারীর সময়ে করোনা সারানোর নিদান হিসেবেও গোবর খাওয়ানোর পরামর্শ দেখা গিয়েছে বিজেপি নেতাকে। কিন্তু এবার হরিয়ানায় দেখা মিলল এক চিকিৎসকের, যিনি গোবর খেয়ে তার ‘গুণাগুণ’ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন। এমবিবিএস এমডি ওই চিকিৎসকের গোবর খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
হরিয়ানার কার্নালের বাসিন্দা মনোজ মিত্তল একজন শিশু চিকিৎসক (Doctor Eating Cow Dung Viral Video)। ভিডিওটিতে পঞ্চগব্যের উপকারিতা নিয়ে সওয়াল করতে দেখা গিয়েছে ওই চিকিৎসককে। আচমকা কথা বলতে বলতে অনায়াসে গোবর মুখে তুলে খেতেও দেখা গিয়েছে তাঁকে। ভিডিওয় মনোজ জানিয়েছেন, তার মা-ও উপবাসের সময় গোবর খেতেন। সেই ধারা বজায় রাখছেন তিনিও। আর গোবরের গুণাগুণ? মনোজের কথায়, ”তন মন আত্মা পবিত্র হো যায়েগা।” অর্থাৎ শরীর ও মন, দুই-ই পবিত্র রাখে গোবর। তাঁর মতে, গোবর শরীরে একবার প্রবেশ করলে শরীরকে শুদ্ধ করে তোলে।
advertisement
advertisement
Dear Doctors of Twitter, I present you this gentleman!pic.twitter.com/YtFHGo9cQH
— عادل مغل 🇵🇸 (@MogalAadil) November 13, 2021
ভিডিওটি নেটমাধ্যমে বিদ্যুত গতিতে ভাইরাল হয়েছে এরপরেই। ‘ভাইরাল হরিয়ানা’ নামে এক ট্যুইটার (Doctor Eating Cow Dung Viral Video) ব্যবহারকারী ব্যক্তি এটি শেয়ার করতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই সেটি শেয়ার করেন। নানা কমেন্টও জমা পড়তে থাকে ভিডিওর তলায়। একজন লেখেন, ”উনি এমন অনায়াসে গোবর মুখে পুরলেন, কেউ রাজমা চাওলও এত সহজে খায় না।”
advertisement
উল্লেখ্য, গোবরের গুণাগুণ (Doctor Eating Cow Dung Viral Video) নিয়ে এর আগেও অনেককেই সওয়াল করতে দেখা গিয়েছে। এমনকী, অতিমারী পরিস্থিতিতেই গোবর মেখে স্নান করতেও দেখা যাচ্ছিল বহু ধর্মপ্রাণ মানুষকে। যদিও সেই সময়ই ডাক্তাররা জানিয়েছিলেন, গোবরস্নান করোনা থেকে বাঁচায়, এমন কোনও প্রমাণ এযাবৎ মেলেনি। বরং গোবর থেকে অন্য ধরনের সংক্রামক ব্যাধি হতে পারে। এবার এক ডাক্তারকেই দেখা গেল গোবর খেয়ে তার গুণাগুণ নিয়ে আবেগে ভেসে যেতে। স্বভাবতই এই ভিডিও ঘিরে তোলপাড় হয়েছে নেটমাধ্যম।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2021 8:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Doctor Eating Cow Dung Viral Video: অবিশ্বাস্য কাণ্ড! নিজে হাতেই গোবর খাচ্ছেন চিকিৎসক! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটমাধ্যম...