Valentines day 2020: প্রেম খুঁজছেন ডেটিং অ্যাপে ! মনে রাখুন এসব বিষয়
- Published by:Akash Misra
- redwomb
Last Updated:
ভারতে ডেটিং শব্দটা সঠিক অর্থে ব্যবহার হয় না ৷ বরং, ডেটিং শব্দের ফাঁদে পড়ে অনেক সময়ই প্রেম কোথায় জানি উড়ে যায়
#কলকাতা: সাদা কাগজে রক্ত দিয়ে প্রেমের চিঠি লিখত সেই ১৯ বছরের ছেলেটি ৷ চিঠি পড়ে প্রেমের জোয়ারে ভেসেছিল সদ্য যৌবনে পা রাখা মেয়েটি ৷ একটু ভয়, একটু উত্তেজনা আর চোখ জুড়ে রঙিন স্বপ্ন ৷ এসব এখন বেশ পুরনো ৷ ইন্টারনেটের যুগে প্রেমের অপর নাম ‘ডেটিং’ ৷ আর এই ডেটিংয়েই ‘সেটিং’ হয়ে যায় প্রেমের ৷
তবে এখনও ভারতে ডেটিং শব্দটা সঠিক অর্থে ব্যবহার হয় না ৷ বরং, ডেটিং শব্দের ফাঁদে পড়ে অনেক সময়ই প্রেম কোথায় জানি উড়ে যায় ! ডেটিং আসলে এমন একটি বিষয়, যেখানে দুটি মানুষের দেখা, আলাপ-পরিচয়, তারপর দু’জনের ঠিক করে নেওয়া, তাঁরা প্রেমের সম্পর্কে যুক্ত হবেন নাকি শুধুই শরীরী খেলায় ৷

advertisement
advertisement
তবে ইদানিং দেখা গিয়েছে, ভারতে ছোট ছোট শহরে ডেটিং অ্যাপ অনেক ক্ষেত্রেই ভ্রান্ত ধারণার জন্ম দিচ্ছে ৷ আর এই ভ্রান্ত ধারণা থেকেই কিশোর-কিশোরীরা ভুল পথে পা বাড়িয়ে বিপদের সম্মুখীন হচ্ছে ৷
ঠিক যেমন ঘটে গোওয়ালিয়রের বিবেকের সঙ্গে ৷ টিন্ডার অ্যাপে একটি মেয়ের সঙ্গে আলাপ হয় বিবেকের ৷ চ্যাটে অনেকদিন ধরে কথা হতে থাকে ৷ তারপর দেখা হয় ৷ মেয়েটি তাঁর মুখ পুরোটা ঢেকে হাজির হয়েছিল কফি শপে ৷ কফি শপে ঢুকে মুখের ঢাকা সরাতেই দেখতে পাই, মেয়েটি নামকরা এক গুণ্ডার বোন !
advertisement
ডেটিং অ্যাপ ব্যবহারের আগে অবশ্যই এর ডু অ্যান্ড ডোন্টস অবশ্যই জেনে নেওয়া উচিত ---
বিন্দাস থাকুন
ডেটে যাওয়ার জন্য মনে মনে তৈরি থাকলেও, পাগলামোটা একেবারেই অনুচিত ৷ তার চেয়ে বরং স্লো ও স্টেডি থাকুন ৷
লিমিটে থাকুন
একটি পরিধির মধ্যে থেকেই আচরণ করুন ৷ সঙ্গে সঙ্গে অন্যের পরিধিকেও সম্মান দিন ৷ বিপরীতে থাকা মানুষটি যেটাতে আগ্রহী নয়, সেটাও জোর করা উচিত নয় ৷
advertisement
বোল্ড থাকুন
নিজে এই ডেট থেকে কী চাইছেন, সেটা নিয়ে পরিষ্কার থাকুন ৷ ডেটে গিয়ে অন্যের কাছে সেই স্পষ্ট মেসেজটা পাঠিয়ে দিন ৷
চোখ-কান খোলা রাখুন
ডেট করতে গিয়ে অবশ্যই চোখ-কান খোলা রাখুন ৷ আবেগে ভেসে যাবেন না ৷ যদি বুঝতে পারেন, এই ডেটটি আসলে কোনও ট্র্যাপ ৷ তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে সরে যান ৷
advertisement
ধীরে বৎস
স্লো বাট স্টেডি ৷ এই দুটো শব্দকে একেবারে মনে গেঁথে রাখুন ৷ আবেগ থাকুন কন্ট্রোলে ৷ প্রথম দিনই প্রেমে পড়ে যাবেন না ৷
আচার-আচরণ থাকুক সংযত
ডেটে গিয়ে অপরজনের সঙ্গে এমন কোনও ব্যবহার করবেন না, যা অমার্জিত ৷ কারণ আপনার ওঠা, বসা, কথা বলার মধ্যে আপনার শিক্ষার পরিচয় পাওয়া যায়৷
advertisement
ডেটিংয়ে যাওয়ার আগে মূলত, ওপেরর প্রত্যেকটি পয়েন্ট মাথায় রাখলেই ডেটিং নিয়ে কোনও সমস্যা থাকবে না৷ তারপর তো মনে প্রাণে রইলই বলিউডের প্রেমের ছবি...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2020 6:01 PM IST