ঝকঝকে নখ জুড়ে স্নিগ্ধ শিউলি অথবা বুনো চিতা! দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে

Last Updated:

বাড়িতে বসে মিনিট পাঁচেক সময়েই সাজিয়ে ফেলা যায় নিজের নখ। দীপাবলির সাজগোজের ব্যস্ততার মধ্যে কী ভাবে তা করা যায় দেখে নেওয়া যাক।

দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে
দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে
#কলকাতা: নখ যে পরিচ্ছন্নতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ তা তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি। ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষার ক্ষেত্রে পরিষ্কার নখ একটা জরুরি বিষয়। আর যে কোনও মহিলার কাছে নখর সজ্জা আবহমান কাল ধরে এক বিশেষ বিষয়। নখরঞ্জনীর ব্যবহার দীর্ঘদিন ধরেই চলে আসছে। গত কয়েক দশকে নখ রঞ্জনী অন্য মাত্রা পেয়েছে নেল-আর্টের হাত ধরে। এক রঙা নেলপলিশের বদলে মনের মতো নকশায় রাঙিয়ে তোলা ছোট্ট একটু নখ— এমন শিল্প সত্তা কুর্নিশ দাবি তো করেই।
বর্তমানে বহু মহিলাই নেল পার্লার বা স্টুডিও-তে গিয়ে বহু টাকা খরচ করে নখ সাজান। এটা এক অনেক মানুষের কাছে রোজগারের পথ খুলে দিয়েছে, সে তো বলাই যায়। কিন্তু সকলেই এত অর্থ ব্যয় করতে পারেন না। যদিও সব সময় যে তা প্রয়োজন তা-ও নয়। বাড়িতে বসে মিনিট পাঁচেক সময়েই সাজিয়ে ফেলা যায় নিজের নখ। দীপাবলির সাজগোজের ব্যস্ততার মধ্যে কী ভাবে তা করা যায় দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
ইন্টারনেটে অনেক ধরনের নেল আর্ট ডিজাইন দেখতে পাওয়া যায়। কিন্তু এই ধরনের স্ট্রিপ নেল আর্ট করা খুবই সহজ। দেখতেও বেশ মার্জিত। সেলো টেপ ব্যবহার করেই এ ধরনের নেল আর্ট করে ফেলা যায়। যে কোনও দুটি রঙের নেল কালার বেছে নিতে হবে। তারপর সেলোটেপের সাহায্যে নিজের মতো নকশা করে ফেলতে হবে।
advertisement
নখের উপর চিতাবাঘ
ওয়াইল্ড প্রিন্ট সব সময়ই ইন। এই ধরনের নেল আর্ট করাও বেশ সহজ, দেখতেও ক্লাসি। এ জন্য লাগবে সাদা, কালো এবং ধূসর রঙের নেল কালার। ব্যবহার করতে হবে একটি টুথপিক। চাইলে সাদার পরিবর্তে অন্য কোন রঙের বেস ব্যবহার করা যেতে পারে।
advertisement
শিউলি ছড়ানো নখ
প্রকৃতিতে শিউলির সময় পার হয়ে গেল প্রায়। কিন্তু সেই শিউলি ফুল ধরে রেখে দেওয়াই যায় নিজের নখে। এমন নকশায় বেশ শান্ত এবং সূক্ষ্ম দেখায় হাত দু’টি। এটি করতে বেস রঙের জন্য একটি স্বচ্ছ রঙের নেল পেইন্ট বেছে নিতে হবে। এর পরে, একটি টুথপিকের সাহায্যে একটি ফুলের আকার দিতে হবে। এই ধরনের একটি নকশা সব ধরনের আউটফিটের সঙ্গে খুব সুন্দর দেখায়। সব শেষে বেস কোট লাগিয়ে নিতে ভুললে চলবে না। যাতে ফুলগুলি সুন্দর থাকে সব সময়!
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝকঝকে নখ জুড়ে স্নিগ্ধ শিউলি অথবা বুনো চিতা! দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement