Digha Food at Midnapore Town: দিঘার সি-বিচের স্বাদ এবার খোদ মেদিনীপুর শহরে! মুখরোচক খাবারে ভরবে মন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
সকালে অন্য কাজ করলেও বিকেলে মেদিনীপুর শহরে এই মাছের সমাহার নিয়ে বসে সে। ফ্রেশ মাছ গ্রাহকদের সামনে ভেজে দেয়।
মেদিনীপুর: সি বিচের ধারে বসে জলে পা দুলিয়ে কাঁকড়া কিংবা চিংড়ি খাওয়া পছন্দ করেন, ঝাল ঝাল কাঁকড়ার গ্রেভি, কিংবা ইলিশ বা চিংড়ির ভাজা কিংবা ভোলা বা ভেটকির কড়কড়ে মুখরোচক স্বাদ আপনার জিভে লেগে আছে? তবেই এবার দিঘার সেই মাছ ভাজার স্বাদ এবার শহরে, সি বিচের স্টাইলে চিংড়া, ইলিশ ভাজা এবার খেতে পারবেন মেদিনীপুর শহরে বসে। সাধ্যের মধ্যে সাধ পূরণ করছে এক যুবক। প্রতিদিনই ব্যাপক ভিড় হচ্ছে তার দোকানে। কম দামে একাধিক আইটেম তার কাছে। গ্রাহকদের সামনে ভেজে দিচ্ছে মাছ, ঝাল ঝাল মাখো মাখো গ্রেভি দিয়ে বানিয়ে দিচ্ছে কাঁকড়া।

দিঘার সি-বিচের স্বাদ এবার খোদ মেদিনীপুর শহরে! হ্যাঁ ঠিকই শুনেছেন, এরকমই এক ব্যবস্থা নিয়ে এল মেদিনীপুরের ছেলে বাবাই। মূলত দিঘায় কিংবা মান্দারমনি যায় শুধুমাত্র মাছের ভাজা খেতে। দুপুর গড়ালে বিকেল বেলা হলুদ আলোর আভায় রাখা থাকে একাধিক মাছ। পমফ্রেট,চিংড়ি,ইলিশ,লাল কাঁকড়া এমনকি কারও কারও চাহিদা থাকে অক্টোপাসে।গরম তেলে ভাজা কড়কড়ে মাছের স্বাদ নিতে নিতে সমুদ্রের ঢেউ দেখার আনন্দ একমাত্র ভ্রমণ যাত্রীরাই জানে। কিন্তু এখানে সমুদ্র না দেখতে পেলেও সেই মাছ ভাজা খেতে পাবেন এবার খোদ মেদিনীপুর শহরে আপনার বাড়ির কাছেই।
advertisement
advertisement
আরও পড়ুন Egg Poach: এক কামাড়ে মুখের মধ্যে গলে যাবে আস্ত ডিমের কুসুম, আহা! সেই স্বাদ এখন পাবেন রাস্তায় মোড়ে
পমফ্রেট,ভোলা, ভেটকি, চিংড়ি,ইলিশ সহ রয়েছে সামুদ্রিক মাছের বিশেষ সম্ভার। গরম তেলে কড়কড়ে করে মাছকে ভেজে সঙ্গে মসলা দিয়ে বানিয়ে পরিবেশন করছে এই যুবক।দামও অতি যত সামান্য। তা খেতে ভিড় জমেছে মেদিনীপুরের মানুষ। আপনি নিজে মাছ নির্ধারণ করলে তা সঙ্গে সঙ্গে তেলে ভেজে তার সঙ্গে বেশ কিছু মসলা মিশিয়ে বেশ মুখরোচক করে পরিবেশন করে দিচ্ছে হাতের কাছে। গ্রাহকের সাধ্যের মধ্যে সাধপূরণ করেছেন মেদিনীপুর শহরের বাবাই ওরফে তারক।
advertisement
সকালে অন্য কাজ করলেও বিকেলে মেদিনীপুর শহরে এই মাছের সমাহার নিয়ে বসে সে। ফ্রেশ মাছ গ্রাহকদের সামনে ভেজে দেয়। স্বাভাবিকভাবে এবার মাছ কিংবা কাঁকড়া খেতে দিঘা যাওয়া নয়, বাড়ির কাছেই মিলবে এমন টেস্ট।
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
October 14, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digha Food at Midnapore Town: দিঘার সি-বিচের স্বাদ এবার খোদ মেদিনীপুর শহরে! মুখরোচক খাবারে ভরবে মন