Deepika Padukone's hand embroidered collar : ১২০০ মুক্তো, ২০০ স্ফটিক দিয়ে গাঁথা কণ্ঠসজ্জা! দীপিকার কান-সাজ নিয়ে কানাকানি

Last Updated:
Deepika Padukone's hand embroidered collar
Deepika Padukone's hand embroidered collar
মুম্বই:  আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে দীপিকার সাজের খবর এখনও শিরোনামে৷ লাল গালিচায় তাঁর সাজ মুগ্ধ করেছে আপামর বিশ্বকে৷ ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে দীপিকার সাজে উদযাপিত গ্লোবাল ফ্যাশন৷ রাজকীয় কালো ও সোনালি শাড়িতে সব্যসাচীর নক্সায় সেজে দীপিকা ধরা দিয়েছেন কান চলচ্চিত্র উৎসব শেষের অনুষ্ঠানে৷ পাশাপাশি তাঁর অঙ্গশোভা হয়ে ধরা দিয়েছে আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা রাজকীয় আইভরিরঙা শাড়ি৷
দীপিকার শাড়ির অন্যতম অংশ ছিল তাঁর কলার৷ প্রায় ১২০০ মুক্তো ও ২০০ ক্রিস্টাল দিয়ে তৈরি হয়েছে এই কলার৷ দুই ডিজাইনার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনে দীপিকা পাড়ুকোনের রূপ স্বর্গীয়৷ ’’ তাঁর কণ্ঠের মুক্তোর কলার সম্পূর্ণ হাতে বোনা বলে জানানো হয়েছে৷ মন ছুঁয়ে যাওয়া বার্তায় ডলি জৈন লিখেছেন, ‘‘এখানে পৌঁছন আমাদের কাছে গভীর সম্মানের৷’’ দীপিকা তাঁর সাজে, অবর্ণনীয় রাফল শাড়িতে শিকড়ের রূপ তুলে ধরেছেন বলে ডলি লিখেছেন তাঁর বার্তায়৷
advertisement
advertisement
শালীনা নাথানির স্টাইলে সজ্জিত দীপিকার কেশসজ্জা ও মেকআপ করেছেন ইয়ান্নি সাপাতোরি এবং সন্ধ্যা শেখর৷ দীপিকার কানের দুল তৈরি করেছেন বিরধিচাঁদ ঘনশ্যামদাস৷
advertisement
ছোট্ট ছিমছাম খোঁপার সঙ্গে তাঁর সাজ সম্পূর্ণ করেছে নামমাত্র মেকআপ ৷ সব মিলিয়ে ফুটে উঠেছে রাজকীয়তা৷
দীপিকার রাজকীয় শাড়ির পাশাপাশি আবু জানি ও সন্দীপ খোসলার সাজে সজ্জিত হন অভিনেতা তথা লেখক সুখমণি সাদানাও৷ তিনি পরেছিলেন সাদা ও সোনালির যুগলবন্দিতে বোনা শাড়ি৷ তাঁর সাজের জৌলুস বাড়িয়েছে আম্রপালী জুয়েলস-এর তৈরি কানের চাঁদবালিতে৷
advertisement
ইনস্টাগ্রামে তাঁর সাজের ছবি শেয়ার করেছেন সুখমণি ৷ লিখেছেন, ‘‘সারা জীবন ধরে আমার পরিচয় ছিল ছোট শহরের মেয়ে৷ সেই ছোট শহরের মেয়ে কিনা গিয়ে পৌঁছল কান-এ! ধন্যবাদ তাঁদের যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন৷ ’’ কান-এর মতো নামী দামী শহরে পৌঁছে তিনি নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না, স্পষ্ট জানিয়েছেন অমৃতসরের এই ভূমিকন্যা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Deepika Padukone's hand embroidered collar : ১২০০ মুক্তো, ২০০ স্ফটিক দিয়ে গাঁথা কণ্ঠসজ্জা! দীপিকার কান-সাজ নিয়ে কানাকানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement