Wine Bottle Decoration: মদ্যপানের পর বোতল ফেলে দেন? ভুলেও ওই কাজ করবেন না, বোতল দিয়ে সাজিয়ে তুলুন ঘর
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Wine Bottle Decoration: ওয়াইন খেয়ে সেই বোতল বেশিরভাগই ফেলে দেন। কিন্তু তা না করে এই বোতলকে ঘর সাজানোর সামগ্রী হিসেবে ব্যবহার করুন
উত্তর দিনাজপুর: আপনার ঘর হোক কিংবা অফিস, এই জিনিসটা দিয়ে সহজেই তা নতুন রূপে সাজিয়ে তুলুন। ফেলে দেওয়া জিনিসকেই একটু অদলবদল করে সুন্দরভাবে সাজাতে পারবেন আপনার অফিস বা গৃহকোণ।
ওয়াইন খেয়ে সেই বোতল বেশিরভাগই ফেলে দেন। কিন্তু তা না করে এই বোতলকে ঘর সাজানোর সামগ্রী হিসেবে ব্যবহার করুন। ঘর সাজানোর জন্য হোক কিংবা কাউকে উপহার দেওয়ার জন্য, ফেলে দেওয়া এই ওয়াইনের বোতল করবে বাজিমাত। ফেলে দেওয়া মদের বোতল সংগ্রহ করে তা দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে চলছেন রায়গঞ্জের নেতাজি পল্লির বাসিন্দা শুভ্র শঙ্কর রায়। মদের বোতলে পাট ও ফেব্রিকের কারুকার্য দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন একের পর এক ঘর সাজানোর অপরূপ সামগ্রী।
advertisement
advertisement
শিল্পী শুভ্র শঙ্কর রায় জানান, প্রথমে মদের বোতল কিংবা সসের বোতল সংগ্রহ করেন। এরপর সেই বোতলটিকে সাবান জল দিয়ে পরিষ্কার করেন। পরবর্তী ধাপে সেই বোতলে প্রাইমার বা পেন্টিং দিয়ে কারুকার্য করে তাতে পাটের স্ট্রিং বেঁধে নিয়ে তার উপর বিভিন্ন নকশা বা ডিজাইন করেন। এই কাঁচের বোতলের পেন্টিং ডিজাইন এক একটি মোমবাতি স্ট্যান্ড, কিংবা ফুলদানি স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
advertisement
শুভ্রবাবু জানান, এই বোতলগুলো কারুকার্য করতে তাঁর এক থেকে দুই দিন সময় লাগে। এই বোতলগুলো ১০০ থেকে ১৫০ টাকা দামে তিনি বিক্রি করেন। বরাবরই আলাদা কিছু করতে পছন্দ করেন রায়গঞ্জের এই শিল্পী। কখনও নিউজ পেপার দিয়ে নতুন কিছু, কখনও আবার মদের বোতলকে অন্যরকমভাবে কারুকার্য করে ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহার করেন তিনি।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2024 5:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wine Bottle Decoration: মদ্যপানের পর বোতল ফেলে দেন? ভুলেও ওই কাজ করবেন না, বোতল দিয়ে সাজিয়ে তুলুন ঘর









