Dandruff Problem: চুলময় দলা দলা খুশকি হচ্ছে? মোক্ষম এই উপায়ে দূর করুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Dandruff Problem: একটা কথা জেনে রাখা প্রয়োজন যে খুশকির সঙ্গে ভাল বা খারাপ চুলের কোনও সম্পর্ক নেই।
কলকাতা: খুশকি হচ্ছে চুলের এমন একটি সমস্যা যা শুধু চুল নষ্ট করে দেয় তা নয়, লোকজনের সামনে অত্যন্ত অপ্রস্তুতও করে দেয়। তবে একটা কথা জেনে রাখা প্রয়োজন যে খুশকির সঙ্গে ভাল বা খারাপ চুলের কোনও সম্পর্ক নেই। খুশকি চুলে নয় স্ক্যাল্পে হয়। মূলত অপরিষ্কার স্ক্যাল্প থেকেই খুশকির জন্ম হয়। শরীরের প্রতি অঙ্গে যেমন নতুন কোষের জন্ম হয়, ঠিক তেমনই স্ক্যাল্পের ক্ষেত্রেও ঘটে। সেখানেও মৃত কোষ সরে গিয়ে নতুন কোষের জন্ম হয়। এই মৃত কোষ জমা হয় স্ক্যাল্পে যাকে ফ্ল্যাকিং বলে।
উপাদান
১ টেবিল চামচ নিমপাতা গুঁড়ো
advertisement
১ টেবিল চামচ তুলসিপাতা গুঁড়ো
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
পদ্ধতি
একটি পাত্রে নিমপাতা ও তুলসি পাতার গুঁড়ো, মধু এবং অ্যালোভেরা জেল মিশিয়ে এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগাতে হবে।
এটি স্ক্যাল্পে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিয়ে জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
advertisement
সপ্তাহে দুবার এই হেয়ার প্যাক লাগালে খুশকির সমস্যা অনেকাংশে কমে যাবে।
মনে রাখতে হবে
স্ক্যাল্পের বদলে যদি চুলে এই হেয়ার প্যাক লাগাতে হয় তাহলে আগে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া উচিত। এই হেয়ার প্যাক চুলকে গভীর ভাবে ময়েশ্চারাইজিং এবং কন্ডিশনিং করে। যদি এটি লাগানোর সঙ্গে সঙ্গে চুল ধুয়ে ফেলা হয় তবে এই হেয়ার প্যাকের সুবিধা কম পাওয়া যাবে।
advertisement
তুলসি ও নিমের হেয়ার প্যাকের উপকারিতা
এই হেয়ার প্যাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে। যদি স্ক্যাল্পে খুশকি থাকে তাহলে এই প্যাকটি লাগালে তা কমে যাবে।
যদি স্ক্যাল্পে প্রচুর চুলকানি হয়, তবে এই ধরনের হেয়ার প্যাক লাগালে তাও কমে যাবে।
চুলে উজ্জ্বলতার পাশাপাশি এই প্যাক চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়ার সমস্যাও কমবে।
advertisement
যদি চুল সময়ের আগেই সাদা হয়ে যায়, অর্থাৎ অকাল্পক্কতা দেখা দেয় তাহলে তুলসি ও নিম ব্যবহারে অনেকটাই কাজে দেবে। অবশ্য তার মানে এই নয় যে এতে চুলের রঙ কালো হবে, কিন্তু এই প্যাকে চুল সাদা হওয়ার গতি কমে যাবে। অর্থাৎ আগের চেয়ে চুল অনেক কম পাকবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 7:14 PM IST