Covid Vaccine effect on Periods: করোনার ভ্যাকসিন নেওয়ার পরে কি পিরিয়ডের সমস্যায় ভুগছেন?

Last Updated:

Covid Vaccine Effects Menstruation: প্রতি ১০ জনের মধ্যে একজন মহিলা যারা ভ্যাকসিন নিয়েছেন, স্বাভাবিকের তারিখের ৮ দিনের ব্যবধানে তাঁদের পিরিয়ড হয়েছে।

#নয়াদিল্লি: কোভিড-১৯ ভ্যাকসিন (Covid-19 vaccine) নিলে কি বদলে যাচ্ছে মহিলাদের পিরিয়ডের (Covid Vaccine effect on Periods) ধরন? বিজ্ঞানীরা অনেক দিন ধরেই এই নিয়ে বিভিন্ন সমীক্ষা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু সমীক্ষায় সত্যিই দেখা গিয়েছে ভ্যাকসিন নিয়ে পিছিয়ে গিয়েছে ঋতুচক্র বা বেড়েছে রক্তপাতের পরিমাণ। তবে এটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য বলার জন্য (Covid Vaccine effect on Periods) যথেষ্ট গবেষণার অভাব রয়েছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা দাবি করেছেন, কোভিড-১৯ টিকা নেওয়া মহিলাদের পিরিয়ডের (Covid Vaccine effect on Periods) ক্ষেত্রে কিছু পরিবর্তন রয়েছে তবে এই পরিবর্তনগুলি দীর্ঘস্থায়ী হয়নি। গবেষকদের মতে, ভ্যাকসিনের কারণে পিরিয়ড প্রভাবিত (Covid Vaccine Effects Menstruation) হলেও তা খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
advertisement
advertisement
ব্রিটিশ মেডিকেল জার্নাল (British Medical Journal) অনুসারে, চিকিৎসক ভিক্টোরিয়া মেল আমেরিকান পিরিয়ড ট্র্যাকিং অ্যাপে (American menstrual tracking app) পাওয়া দুটি গবেষণার উল্লেখ করেছেন। ওই গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৪,০০০ মহিলায় পিরিয়ড (Covid Vaccine effect on Periods) শুরু হতে দেরি হয়েছে। যদিও, ভ্যাকসিনের পরের প্রথম পিরিয়ডটির ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিয়েছিল। পরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ ভ্যাকসিনের প্রভাব সাময়িক।
advertisement
যে মহিলারা ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়েছেন, তাদের পিরিয়ড দুই দিন করে পিছিয়ে গিয়েছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি ১০ জনের মধ্যে একজন মহিলা যারা ভ্যাকসিন নিয়েছেন, স্বাভাবিকের তারিখের ৮ দিনের ব্যবধানে তাঁদের পিরিয়ড হয়েছে। কিন্তু দুই মাসের পিরিয়ডের পরে সবকিছু আবার স্বাভাবিকও হয়ে গিয়েছে।
advertisement
নরওয়েতে হওয়া আরেকটি গবেষণায় ৫,৬০০ জনেরও বেশি অংশগ্রহণকারী ছিলেন। ভ্যাকসিন নেওয়ার আগেও এই মহিলাদের ৪০ শতাংশের মধ্যে পিরিয়ডের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তবে এই মহিলাদের অনেকেই জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর আগের চেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে তাঁদের। কিন্তু এক্ষেত্রেও, দ্বিতীয় পিরিয়ডের সময়ই রক্তপাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
ডাঃ ভিক্টোরিয়া মেল আরও জানান, কিছু গবেষণায় আবার বলছে ভ্যাকসিন মহিলাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাকে (fertility of women) প্রভাবিত করে না। তিনি জানান, কোভিড-১৯ সংক্রমণের পরে পুরুষদের মধ্যে শুক্রাণুর সংখ্যা এবং গুণমান প্রভাবিত হতে পারে, যদিও এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Covid Vaccine effect on Periods: করোনার ভ্যাকসিন নেওয়ার পরে কি পিরিয়ডের সমস্যায় ভুগছেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement