Ancient Shiva Temple: দেবালয় জুড়ে প্রাচীন টেরাকোটার কাজ, দুই শতাধিক বছরের শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়

Last Updated:

Ancient Shiva Temple: এই মন্দির আনুমানিক প্রায় ২৫০ বছর পুরনো বলেই জানতে পারা যায়। এই মন্দিরে পুজো করা হয় শিব লিঙ্গ এবং নারায়ণ।

+
ধলুয়াবাড়ি

ধলুয়াবাড়ি শিব মন্দির

সার্থক পণ্ডিত, কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহরের কিছুটা দূরে অবস্থিত এই শিব মন্দির। ঘুঘুমারির ধলুয়াবাড়ি এলাকায় থাকা এই মন্দির ধলুয়াবাড়ি শিব মন্দির নামে পরিচিত সকলের কাছে। জেলার এই প্রাচীন মন্দিরের মধ্যে বেশকিছু বিশেষত্ব দেখতে পাওয়া। দীর্ঘ প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এই মন্দির আনুমানিক প্রায় ২৫০ বছর পুরনো বলেই জানতে পারা যায়। এই মন্দিরে পুজো করা হয় শিবলিঙ্গ এবং নারায়ণ। এই মন্দিরের প্রবেশের গেটের সামনে রয়েছে দুটি নন্দীর মূর্তি যা মহাদেবের বাহন রূপেই পরিচিত। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে প্রাচীন কালের একটি পাতকুয়ো।
কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “বর্তমানে এই কুয়োকে সংস্কার করে সুন্দর করা হয়েছে। এছাড়াও এই মন্দির খোলা হয় সকাল ১০টা নাগাদ। তারপর সারা দিন এই মন্দির খোলাই থাকে ভক্তদের জন্য। আবার সন্ধ্যারতি হওয়ার পর এই মন্দির বন্ধ করা হয়। মূল মন্দিরের পাশেই মন্দিরের দর্শনার্থীদের জন্য বসার জায়গা রয়েছে দু’টি। এই মন্দিরের পরিবেশ যে কোনও পর্যটকের মন খুব সহজেই আকর্ষণ করে। তাই প্রতিদিন বহু মানুষ এই মন্দিরে ভিড় জমান পুজোর সময়। প্রতিদিন বহু মানুষ এই মন্দিরে আসেন পুজো দিতে।”
advertisement
আরও পড়ুন : ১৩৬ বছরের শকুন্তলা কালীপুজো ঘিরে অজস্র ভক্ত সমাগম! কোন্নগরে এখন সাজো সাজো রব
তিনি আরও জানান, “শিব চতুর্দশীতে প্রচুর পরিমাণ ভক্তদের ভিড় হয় এই মন্দিরে। বর্তমানে মন্দির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে দেবোত্তর ট্রাস্ট বোর্ড। তবে এই মন্দিরের সংস্কার দ্রুত প্রয়োজন। নাহলে মন্দিরের বেশ কিছু অংশে দ্রুত ক্ষয় দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের সামনের দিকে টেরাকোটার শিল্পের মাধ্যমে বহু কাহিনি বর্ণনা করা রয়েছে। ইতিহাসপ্রেমীদের এই মন্দির অনেকটাই আকর্ষণ করে এটুকু বলা সম্ভব। তাই তো বহু মানুষ আজও আসেন এই মন্দিরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে।”
advertisement
advertisement
জেলার প্রাচীন এই মন্দিরের জেলার পর্যটনের মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এই মন্দির জেলার এবং জেলার বাইরের পর্যটকদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ancient Shiva Temple: দেবালয় জুড়ে প্রাচীন টেরাকোটার কাজ, দুই শতাধিক বছরের শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement