Contact Lenses: কন্টাক্ট লেন্স পরেই স্নান করেন? সাবধান! এখনই বন্ধ না করলে দৃষ্টিশক্তি হারাবেন!

Last Updated:

Contact Lenses: চিকিৎসার পরিভাষায় যাকে ‘অ্যাকন্থামোইবা কেরাটাইটিস’ বলে।

খুব সাবধান
খুব সাবধান
#নয়াদিল্লি: চশমার বদলে অনেকেই কন্টাক্ট লেন্স পরেন। এতে কাজ করতে সুবিধে হয়। কিন্তু অনেকে কন্টাক্ট লেন্স পরে স্নানও করেন। এটা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। কন্টাক্ট লেন্স পরে স্নান করলে চোখে ব্যথা তো হয়ই, গুরুতর রোগের ঝুঁকিও বাড়ে। চিকিৎসার পরিভাষায় যাকে ‘অ্যাকন্থামোইবা কেরাটাইটিস’ বলে।
‘অ্যাকন্থামোইবা কেরাটাইটিস কী: অ্যাকন্থামোইবা হল প্রাকৃতিকভাবে সৃষ্ট এক ধরনের অ্যামিবা। কলের জল, নর্দমা, মাটি, সুইমিং পুল, বাথটবে বাস করে। চক্ষু বিশেষজ্ঞ টিনা পটেল বলছেন, অ্যাকন্থামোইবা নামক অ্যামিবার মুখোমুখি হলে কোনও ক্ষতি হয় না। তবে দূষিত জল চোখের সংস্পর্শে এলে অ্যাকন্থামোইবা কেরাটাইটিস হতে পারে। যখন এই অ্যামিবা কর্নিয়াকে সংক্রামিত করে, তখন তাকে অ্যাকন্থামোইবা কেরাটাইটিস বলে। শাওয়ারে স্নানের সময় কন্টাক্ট লেন্স পরলে এই বিরল রোগের ঝুঁকি বেড়ে যায়।
advertisement
advertisement
কেস স্টাডি: আমেরিকার নাগরিক ৫৪ বছর বয়সী মেরি ম্যাসন সবসময়ই কন্টাক্ট লেন্স পরে থাকতেন। স্নানও করতেন কন্টাক্ট লেন্স পরেই। তিনি অ্যাকন্থামোইবা কেরাটাইটিসে আক্রান্ত হন। তিনি মনে করেন, লেন্স না খুলে স্নানের কারণেই অ্যাকন্থামোইবা অ্যামিবা চোখে প্রবেশ করেছিল। বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এতে আক্রান্ত হওয়ার পর চোখে ধাঁধা লেগে যেত। কন্টাক্ট লেন্স পরে থাকলে অস্বস্তি আরও বাড়ত’। এর প্রাথমিক লক্ষণ সম্পর্কে বলতে গিয়ে ম্যাসন বলেন, ‘চোখে যেন কিছু একটা রয়েছে। বালি বা ওই ধরনের কিছু। মনে হচ্ছে ঘষলেই চলে যাবে, কিন্তু যাচ্ছে না’।
advertisement
চিকিৎসা: ওষুধ এবং চোখের ড্রপ তো ছিলই। মেরি ম্যাসনের ৩ বার কর্নিয়া প্রতিস্থাপনও হয়। কিন্তু সুস্থ হননি। একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘অনেক ডাক্তার দেখাই। চোখের ড্রপ, অপারেশন সব কিছুই হয়। কিন্তু সুস্থ হয়নি। চোখের ব্যথা ক্রমশ বাড়ছিল’। পাঁচ বছর পর তাঁর বাম চোখ অপসারণের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপর সুস্থ হন ম্যাসন।
advertisement
অ্যাকন্থামোইবা কেরাটাইটিসের লক্ষণ: অ্যাকন্থামোইবা কেরাটাইটিসের লক্ষণগুলো সাধারণ চোখের সংক্রমণের মতোই। তাই রোগ নির্ণয়ে প্রায়শই ভুল হয়। তাই চোখের সংক্রমণে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই রোগের কিছু সাধারণ উপসর্গ হল - লাল চোখ, আলোতে চোখ ধাঁধিয়ে যাওয়া, চোখে অত্যধিক ব্যথা, ঝাপসা দৃষ্টি, চোখে কিছু আটকে থাকার অবিরাম অনুভূতি, অনবরত চোখ দিয়ে জল পড়া।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Contact Lenses: কন্টাক্ট লেন্স পরেই স্নান করেন? সাবধান! এখনই বন্ধ না করলে দৃষ্টিশক্তি হারাবেন!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement