রান্নাঘরের সিঙ্কে আরশোলা! এই কাজটা করে দেখুন, সমূলে নির্বংশ হবে সমস্ত পোকামাকড়

Last Updated:

Cockroaches in kitchen : রইল কিছু টিপস। এগুলো মেনে চললেই আরশোলার উপদ্রব থেকে মুক্তি মিলবে।

এগুলো মেনে চললেই আরশোলার উপদ্রব থেকে মুক্তি মিলবে
এগুলো মেনে চললেই আরশোলার উপদ্রব থেকে মুক্তি মিলবে
রান্নাঘরের সিঙ্ক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কিন্তু পরিস্কার করা হয় সবথেকে কম। থালাবাসন ধোওয়ার সময় বেগুনের খোসা এবং ফুলকপির ডাঁটি আটকে অনেক সময় সিঙ্কের মুখ বন্ধ হয়ে যায়। ফলে জল জমে। ব্যস, এমনটা হলে আর দেখতে হবে না। সে সব পরিষ্কার করতে ঘাম বেরিয়ে যায়। আর জল যদি কয়েকদিন জমে থাকে তাহলে দুর্গন্ধের সঙ্গে বাড়ে পোকামাকড়ের উপদ্রব। বিশেষ করে আরশোলা। তবে নিয়মিত সিঙ্ক পরিস্কারের পরও আরশোলার উপদ্রব হতে পারে। রান্নাঘরের খাবারে মুখ দেওয়া থেকে বাসনকোসন বা মশলার কৌটোয় হানা দেওয়া, আরশোলার জ্বালায় তখন টেঁকা দায়। এমন সমস্যায় পড়েছেন অনেকেই। তাঁদের জন্য রইল কিছু টিপস। এগুলো মেনে চললেই আরশোলার উপদ্রব থেকে মুক্তি মিলবে।
ডিটারজেন্ট এবং হালকা গরম জল: এর জন্য লাগবে এক কাপ ডিটারজেন্ট, ৬ চামচ সাদা ভিনিগার, ১ বোতল হালকা গরম জল এবং ১টা ব্রাশ। একটা বোতলে হালকা গরম জল নিয়ে তাতে ডিটারজেন্ট দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর দিতে হবে সাদা ভিনিগার। এবার সবকটা উপাদান ভাল করে মিশিয়ে ঢেলে দিতে হবে সিঙ্কের মুখে। দিনে দু'বার ব্যবহার করলেই সব আরশোলা মরে যাবে।
advertisement
আরও পড়ুন : দামে কম, মেলেও প্রচুর, কোলেস্টেরল সমস্যায় সুস্থ থাকতে আপনাকে নিয়মিত খেতেই হবে এই ফল
গ্লিসারিন এবং কোল্ড ড্রিঙ্ক: এই মিশ্রণ তৈরি করতে লাগবে ১ কাপ সাদা ভিনিগার, ১ কাপ গ্লিসারিন, ১ বোতল কোল্ড ড্রিঙ্ক, ৩টি লেবুর রস এবং ২ চা চামচ জলপাই তেল। প্রথমে বেকিং সোডা দিয়ে সিঙ্ক পরিষ্কার করে নিতে হবে। এবার কোল্ড ড্রিঙ্কে ভিনিগার, লেবুর রস, গ্লিসারিন দিয়ে ভাল করে মিশিয়ে সিঙ্ক ড্রেনে ঢেলে দিতে হবে। কয়েকদিন পর পর করলেই উপকার মিলবে।
advertisement
advertisement
আরও পড়ুন :  কীটপতঙ্গ বা পশুপ্রাণী থেকে ছড়ায় জীবাণু, স্ক্রাব টাইফাসে মৃত্যুতে উদ্বিগ্ন রাজ্য সরকার জারি করল সতর্কতা, জানুন এখনই
বেকিং সোডা এবং নিম : এটা তৈরি করতে লাগবে এক কাপ বেকিং সোডা, ১ কাপ জল, ১/২ কাপ নুন এবং ১০০ গ্রাম নিমের তেল। এবার একটা খালি বোতলে বেকিং সোডা এবং অন্যান্য উপাদান ভাল করে মিশিয়ে সিঙ্কে ঢেলে দিতে হবে। ১০ মিনিট ওভাবেই থাকুক। তারপর সাধারণ জলে পরিষ্কার করে নিতে হবে সিঙ্কের মুখ এবং ড্রেন। আরশোলা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রান্নাঘরের সিঙ্কে আরশোলা! এই কাজটা করে দেখুন, সমূলে নির্বংশ হবে সমস্ত পোকামাকড়
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement