Christmas 2021: বড়দিনে এলাহি ভোজের সঙ্গে বাম্পার অফার দিতে চলেছে শহরের কয়েকটি হোটেল; জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Christmas 2021 offers at Taj Bengal and Vivanta: বড়দিন সেলিব্রেট করার জন্য এক নজরে দেখে নেওয়া যাক কোন হোটেলে দেওয়া হচ্ছে কী ধরনের অফার।
#কলকাতা: ২০২১ সালের বড়দিনকে (Christmas 2021 ) আরও বড় করে তুলতে শহরের বেশ কয়েকটি হোটেল দিতে চলেছে বাম্পার অফার। এলাহি খাবারের সঙ্গে সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের আয়োজন। বড়দিন সেলিব্রেট করার জন্য এক নজরে দেখে নেওয়া যাক কোন হোটেলে দেওয়া হচ্ছে কী ধরনের অফার (Christmas 2021 offers at Taj Bengal and Vivanta)।

advertisement
দ্য গ্রিল বাই দ্য পুল (THE GRILL BY THE POOL)
২০২১-এর ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হতে চলেছে ক্রিসমাস ইভ।
advertisement
প্রধান আকর্ষণ- পুল সাইটে গালা বুফে, ক্রিসমাস গুডিজ এবং নির্দিষ্ট বেভারেজ।
আকর্ষণীয় মেনু
ভেজের মধ্যে রয়েছে- নবরত্ন পোলাও, ডাল মহারানি, লাসোনি পালকের মতো বিভিন্ন ধরনের পদ।
নন ভেজের মধ্যে রয়েছে- গ্রিলড ভেটকি, প্রন গ্রিলড, রোস্ট বাটার বল টার্কি, শিক কাবাবের মতো বিভিন্ন ধরনের পদ।
ডেসার্টের মধ্যে রয়েছে- ক্ষীর কদম, রসগোল্লা ইত্যাদি। এছাড়াও থাকছে লাইভ ভেজেটেরিয়ান গ্রিল, লাইভ কাবাব কাউন্টার, লাইভ পাস্তা স্টেশন।
advertisement
দাম- পূর্ণবয়স্ক মাথাপিছু ৩৫০০ টাকা, সঙ্গে ট্যাক্স। চাইল্ড মাথাপিছু ১৫০০, সঙ্গে ট্যাক্স।

ক্যাল ২৭ (CAL 27)
২০২১-এর ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হতে চলেছে ক্রিসমাস ইভ।
প্রধান আকর্ষণ- গালা বুফে, ক্রিসমাস গুডিজ এবং নির্দিষ্ট বেভারেজ।
আকর্ষণীয় মেনু
advertisement
ভেজের মধ্যে রয়েছে- ব্রাসেলস স্প্রাউট, সেজ বাটার সস, স্পাইস পামকিং, গোবি রোস্ট, লাসোনি মকাই পালকের মতো বিভিন্ন ধরনের পদ।
নন ভেজের মধ্যে রয়েছে- কান্ট্রি এগ ক্যাসারোল, ডবল কুকড ল্যাম্ব, রোস্ট টার্কি, মশালা ম্যারিনেটেড প্রন, মোপলা স্পাইস পম্ফ্রেট, মুর্গ কালি মির্চ, গোস্ত খারা মশালার মতো বিভিন্ন ধরনের পদ।
ডেসার্টের মধ্যে রয়েছে- প্লাম পুডিং, প্লাম কেক, গাজরের হালুয়া, কালা জামুন, গুড়ের পায়েস ইত্যাদি। এছাড়াও থাকছে লাইভ গ্রিল সেকশন এবং লাইভ পিজা ও পাস্তা স্টেশন।
advertisement
দাম- পূর্ণবয়স্ক মাথাপিছু ২৫০০ টাকা, সঙ্গে ট্যাক্স। চাইল্ড মাথাপিছু ১২৫০, সঙ্গে ট্যাক্স।
ক্যাল ২৭ (CAL 27) এবং দ্য গ্রিল বাই দ্য পুল (THE GRILL BY THE POOL) ক্রিসমাস স্পেশ্যাল
২৫ ডিসেম্বর দুপুর ১টায় অনুষ্ঠিত হতে চলেছে ক্রিসমাস ডে।
প্রধান আকর্ষণ- গালা বুফে, লাইভ গ্রিলস, সিফুড, রোস্ট ও ডেসার্ট।
advertisement
আকর্ষণীয় মেনু
ভেজের মধ্যে রয়েছে- পনির হাণ্ডি কোর্মা, সুখি গোবি আদরকির মতো বিভিন্ন ধরনের পদ।
নন ভেজের মধ্যে রয়েছে- রোস্টেড প্রন, গ্রিলড ভেটকি, মুর্গ চাপের মতো বিভিন্ন ধরণের পদ।
ডেসার্টের মধ্যে রয়েছে- বেকড মিহি দানা, মিষ্টি দই, কালোজাম ইত্যাদি। এছাড়াও থাকছে লাইভ কাবাব কাউন্টার, লাইভ পিৎজা ও পাস্তা স্টেশন।
advertisement
দাম- পূর্ণবয়স্ক মাথাপিছু ৪০০০ টাকা, সঙ্গে ট্যাক্স। চাইল্ড মাথাপিছু ১৯৫০ টাকা, সঙ্গে ট্যাক্স।
যোগাযোগ - ৯১৩৩৬৬১২৩৩০২/৩৯৩৯
*শর্তাবলী প্রযোজ্য
দ্য জাঙ্কশন (THE JUNCTION)
*শর্তাবলী প্রযোজ্য
মিন্ট (MYNT)
২০২১-এর ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০টায় অনুষ্ঠিত হতে চলেছে ক্রিসমাস ইভ। এ ছাড়া ২৫ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত এনজয় করুন ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চের ৷ ডাক কারি থেকে শুরু করে ফাউল কাটলেট কী নেই মেনুতে ! ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চ, মকটেল-সহ দাম ১৯৫০ টাকা + ট্যাক্স ৷ পাশাপাশি সিলেক্টেড পানীয়র সঙ্গে দাম ২৫৫০ টাকা + ট্যাক্স ৷ ৬-১২ বছরের বাচ্চাদের জন্য দাম ৯৫০ টাকা সঙ্গে ট্যাক্স ৷
যোগাযোগ - ৯১৩৩৬৬৬৬০০০০/৩১৩৩
*শর্তাবলী প্রযোজ্য
উইঙ্ক (WINK)
২০২১-এর ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্রিসমাস ডে।
প্রধান আকর্ষণ- লাইভ পারফর্ম্যান্স ডিজে খ্যাতি রয়।
আকর্ষণীয় মেনু- চিলি বাটার গারলিক প্রন, কুরকুরে দহি কাবাব ইত্যাদি।
দাম প্যাকেজ শুরু ২৪৯৯ টাকা থেকে, সঙ্গে ট্যাক্স।
যোগাযোগ - ৯১৩৩৬৬৬৬০০০০/৩১৩৩
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2021 11:30 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Christmas 2021: বড়দিনে এলাহি ভোজের সঙ্গে বাম্পার অফার দিতে চলেছে শহরের কয়েকটি হোটেল; জেনে নিন