Chicken Pakora: সস্তার টেস্টি ফুড! ৫ পিস চিকেন পকোড়া মাত্র ২০ টাকা! খেতে গেলে যেতে হবে এই জায়গায়

Last Updated:

West Medinipur News: চিকেন পকোড়া মাত্র কুড়ি টাকায়, জানেন কোথায়?

+
চিকেন

চিকেন পকোড়া

পশ্চিম মেদিনীপুর: খেতে সকলেই কমবেশি পছন্দ করেন। তাও যদি হয় সুস্বাদু স্ট্রিট ফুড, তবে তো আর কোনও কথাই নেই। আর সেই দাম যদি সাধ্যের মধ্যে হয়, তবে হয়তডেইলি আসতে হবে এই দোকানে। বিভিন্ন দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চিকেন পকোড়া খেতে গাঁটের কড়ি বেশ খরচ হয়। তবে এখানে এক প্লেট চিকেন পকোড়া মিলবে নামমাত্র দামে। খাদ্যরসিক বাঙালীর কাছে বরাবরই নতুন ফুড ডেসটিনিশন বেশ পছন্দের। তবে এখানে মিলছে এক প্লেট বেশ ভাল সাইজের চিকেন পকোড়া মাত্র কুড়ি টাকায়।
যেখানে থাকছে পাঁচ পিস চিকেন পকোড়া। আর প্রতিদিন বেশ ভাল বিক্রি হচ্ছে এই দোকানে। অন্যান্য ফাস্টফুড আইটেমের মধ্যে এই চিকেন পাকোড়া বেশ নজর কাড়ে সকলের। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সরাই বাজার এলাকায় রাকেশ মুর্মু খুলেছেন অ্যারোমা নামে একটি ফাস্টফুডের দোকান। যেখানে চাউমিন, মোমো, বিরিয়ানি সহ একাধিক খাবার বানিয়ে দেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় তার দোকানে ভিড় জমায় খাদ্যরসিকেরা।
advertisement
advertisement
advertisement
মোমো, হক্কা নুডুলস, বিরিয়ানির পাশাপাশি বেশ ভালই বিক্রি চিকেন পকোড়ার। প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ প্লেট পকোড়া বিক্রি করেন এই যুবক। প্রসঙ্গত পড়াশোনা শেষ করেই বাজার এলাকায় ফাস্টফুডের দোকান খুলেছেন তিনি। কাঁচামালের দাম বাড়লেও দাম বাড়ে না পকোড়ার। বেশ কয়েক বছর ধরেই তার চিকেন পকোড়ার দাম রয়েছে মাত্র চার টাকা।
advertisement
টমেটো সস, চিলি সস, কাসুন্দি, স্যালাডের সঙ্গে পরিবেশন করে এই পকোড়া কে। স্বাভাবিকভাবে এক দিকে যেমন খুব টেস্টফুল আর অন্যদিকে দামেও কম। তাই সন্ধ্যা থেকেই খুব জলদি বিক্রি হয়ে যায় তার প্রায় দুশো প্লেট পকোড়া।তাই খেতে হলে আসতে হবে এখানে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Pakora: সস্তার টেস্টি ফুড! ৫ পিস চিকেন পকোড়া মাত্র ২০ টাকা! খেতে গেলে যেতে হবে এই জায়গায়
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement