Chicken Burger: মাত্র ১ টাকায় পাওয়া যাচ্ছে চিকেন বার্গার! খেতে হলে আসুন এখানে! ভিড় জমাচ্ছে বহু মানুষ

Last Updated:

Chicken Burger: লজেন্সের দামে মিলছে চিকেন লোডেড বার্গার! যেমন সুন্দর দেখতে তেমন স্বাদের! মাত্র ১ টাকায় এই চিকেন লোডেড বার্গার খেতে দোকানের সামনে লম্বা লাইন

+
চিকেন

চিকেন লোডেড বার্গার

শিলিগুড়ি: ভোজন রসিকদের জন্য এক টাকায় চিকেন লোডেড বার্গার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বর্তমান যুগে যেখানে দ্রব্যমূলের দাম আকাশছোঁয়া সেই সময় দাঁড়িয়ে এক টাকায় চিকেন বার্গার এও আবার সম্ভব। এই খবর ছড়িয়ে পড়তে এই দোকানের সামনে লম্বা লাইন। এক টাকার বার্গার হলে কি হবে স্বাদে কোনও কমতি নেই যেমন দেখতে তেমন সুস্বাদু একবার খেলে মন ভরে যাবে।
বর্তমানে শিলিগুড়ি শিব মন্দির বাজারে এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল এই বার্গার বিক্রেতা। সাধারণত বড় বড় রেস্তোরা বা দোকানে গেলে যেমন বার্গার পাওয়া যায় ঠিক সেই রকমই বড় সাইজের বান তার মাঝে মেয়োনিজ ,চাটনি, লোডেড চিকেন , লেটুস পাতার টম্যাটো পেঁয়াজ থেকে শুরু করে কোনও কিছুরই কমতি নেই। বড় বড় রেস্তোরার বার্গারের স্বাদ কেউ হার মানাবে ছোট্ট এই দোকানের ১ টাকার বার্গার। তবে এর জন্য খেলতে হবে একটি ছোট্ট খেলা সেই খেলাতে জিতলেই মিলে যাবে এই দুর্দান্ত অফার।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বার্গার বিক্রেতা শংকর সরকার বলেন বর্তমান যুগে প্রত্যেকেই নতুনত্ব কিছু খুঁজে বেড়ায় সেই অর্থেই বর্তমান বাজারে এই ১ টাকার বার্গার সকলের নজর কাড়ছে। প্রত্যেক ভোজন রসিকদের জন্য থাকবে ৩০ সেকেন্ডের স্লট এই সময়ের মধ্যে পুরো বার্গার খেয়ে শেষ করতে পারলেই দিতে হবে মাত্র ১ টাকা। এই অফার শুনতেই চারিদিকে হইচই পড়ে যায় বন্ধুবান্ধব থেকে শুরু করে ভোজন রসিকরা সকলেই ছুটে আসে এই খেলার মজা নিতে। অনেকে আবার জিতেও যায়। আর এই খেলায় জিতলেই বার্গার খাওয়ার পরিবর্তে দিতে হবে মাত্র ১ টাকা।
advertisement
অনেকের মানে প্রশ্ন জাগতেই পারে কোথায় দোকান? তাহলে জেনে রাখুন শিলিগুড়ি শিব মন্দিরের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু’নম্বর গেটের পাশেই রয়েছে এই কম্বো কর্নার। যেখানে গেলেই ছোট্ট একটু গেম খেললেই মিলবে এক টাকার এই চিকেন লোডেড বার্গার। যেমন দেখতে তেমন স্বাদের একবার খেলেই মন ভরে উঠবে।
advertisement
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Burger: মাত্র ১ টাকায় পাওয়া যাচ্ছে চিকেন বার্গার! খেতে হলে আসুন এখানে! ভিড় জমাচ্ছে বহু মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement