বাজার থেকে কিনবেন কেন? এই 'সহজ' পদ্ধতিতে বাড়ির টবেই হবে ক্যাপসিকাম! 'সঠিক' নিয়ম জানা মাস্ট!

Last Updated:

Capsicum: বাড়ির টবে ক্যাপসিকাম চাষের জন্য জানতে হবে কিছু নিয়ম! জেনে নিন বাগানীর পরামর্শ।

+
ক্যাপসিকাম

ক্যাপসিকাম

উত্তর দিনাজপুর: আমিষ হোক কিংবা নিরামিষ সমস্ত রান্নাতেই ক্যাপসিকাম ব্যবহার করা যায়। ঝুরঝুরে বেলে দোঁয়াশ মাটি ক্যাপসিকাম চাষের জন্য উপযুক্ত। ক্যাপসিকামের কয়েকটি উন্নত মানের জাত হল ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, ইয়েলো ওয়ান্ডার এবং হাইব্রিডের মধ্যে মধ্যে রয়েছে ম্যানহাটন, অনুপম ভারত, রতন, মহাভারত, মানহেম।
বাড়ির টবে ক্যাপসিকাম চাষের জন্য প্রথমে জল নিষ্কাশনের জন্য গর্ত আছে এমন একটি পাত্র নিন ৷ এটি গাছের গোড়ায় জল জমা প্রতিরোধ করে গাছকে সুস্থ রাখবে ৷ পাত্র বা টবের মধ্যে ভাল করে মাটি মিশিয়ে নিন ৷ এবার তাতে ১/৪ ইঞ্চি গভীরে বীজগুলি দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন ৷ এরপর কিছুটা জল স্প্রে করুন ৷ ক্যাপসিকাম উষ্ণ আবহাওয়ায় দ্রুত বাড়ে ৷ গাছটিকে ৮ থেকে ১০ দিন বাড়ির ভিতরে রাখুন ৷
advertisement
advertisement
বীজ বা চারা সংগ্রহ করে নিচের দিকে ছিদ্রযুক্ত একটি টব বাছাই করতে হবে, যেন অতিরিক্ত জল নিষ্কাশনে সুবিধা হয়। টবের মাটির সঙ্গে এক-তৃতীয়াংশ জৈব সার মেশাতে হবে। চারা রোপণের কমপক্ষে ২০ দিন পর থেকে এক চামচ করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে নিয়মিত পরিমিত জল দিতে হবে যেন মাটি শুকিয়ে না যায়।
advertisement
চারা একটু বড় হলে শক্ত খুঁটি দিতে হবে যাতে হেলে না পড়ে যায়। এ ছাড়া গাছের গোড়ার আগাছা থাকলে সেগুলো সাবধানে তুলে ফেলতে হবে। চারা বসানোর প্রায় দুই মাস পর থেকে অর্থাৎ চারা গাছ তিন মাস হলেই ফল দিতে শুরু করে।ক্যাপসিকামের পাতায় যেন রোগের উপদ্রব না হয়। এ থেকে রক্ষা পেতে নিম বীজের দ্রবণ অথবা সাবান–জল স্প্রে করা যেতে করা যেতে পারে। এভাবেই খুব সহজে বাড়ির টবে ক্যাপসিকাম চাষ করতে পারবেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাজার থেকে কিনবেন কেন? এই 'সহজ' পদ্ধতিতে বাড়ির টবেই হবে ক্যাপসিকাম! 'সঠিক' নিয়ম জানা মাস্ট!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement