Butter vs Vegetable Oil: মাখন না সাদা তেল? শরীর ভাল রাখতে কোনটা দিয়ে রান্না করবেন? জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:

Butter vs Vegetable Oil: স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন করতে গিয়ে আমরা মাঝে মাঝেই দিশেহারা হয়ে যাই৷ যেমন ভেবে উঠতেই পারি না সুস্থ থাকতে মাখন না সাদা তেল-কোনটা দিয়ে রান্না করব?

রান্নার জন্য স্নেহজাতীয় উপকরণ তো অবশ্যই দরকার৷ কিন্তু স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন করতে গিয়ে আমরা মাঝে মাঝেই দিশেহারা হয়ে যাই৷ যেমন ভেবে উঠতেই পারি না সুস্থ থাকতে মাখন না সাদা তেল-কোনটা দিয়ে রান্না করব? বা কোনটা দিয়ে রান্না করলে শরীরের জন্য সার্বিক ভাবে ভাল? পুষ্টিবিদ রূপালি দত্ত বলেন, ‘‘টোটাল ক্যালোরির ৭ শতাংশ স্যাচিওরেটেড ফ্যাট হওয়া দরকার৷’’
রান্না :
দুধের সর বা ক্রিম থেকে মাখন পাওয়া যায়৷ অন্যদিকে ভেজিটেবল অয়েল আসে উদ্ভিজ্জ অংশ থেকে৷ যদি কন্টিনেন্টাল কায়দায় কিছু স্যতে করতে বা সাঁতলাতে চান তাহলে মাখন নিন৷ কিন্তু মাখনের স্মোক পয়েন্ট কম৷ তাই অল্পেই ধোঁয়া উঠে যায়৷ খাবার ধরে যেতে পারে বাসনের সঙ্গে৷ তাই ডিপ ফ্রাইংয়ের জন্য নিন সাদা তেল৷
advertisement
advertisement
মাখনের একটা ক্রিমি ফ্লেভার বা ক্রিমজাত সুবাস আছে৷ কেক, কুকিজ তৈরির সময় মাখনের উপস্থিতি নরম তুলতুলে ভাব আনতে পারে৷ অন্যদিকে সাদা তেলের জন্য রান্নায় আসে আর্দ্রতা৷ রন্ধনশিল্পীরা মনে করেন বেকিংয়ের ক্ষেত্রে যদি সাদা তেল ও মাখন মিশিয়ে ব্যবহার করা যায়, তাহলে সবথেকে সেরা৷ স্যালাডজাতীয় নন কুকিং-এর জন্য অবশ্য শ্যেফদের ভোট সাদা তেলের দিকেই৷
advertisement
মাখন বনাম সাদা তেল:
কোলেস্টেরলের মাত্রায় সামঞ্জস্য রাখতে কোনটা সেরা, এক কথায় বলা মুশকিল৷ রপালির মতে, মাখন হল স্যাচিওরেটেড ফ্যাটের ভাণ্ডার৷ সাদা তেলে আছে পলি এবং মোনো স্যাচিওরেটেড ফ্যাট৷ বাচ্চাদের ডায়েটে মাখন ও সাদা তেলের কম্বিনেশন থাকা দরকার বলে মত পুষ্টিবিদ রূপালির৷ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাদাম, দানাজাতীয় খাবার, আমিষ খাবার থেকে স্যাচিওরেটেড ফ্যাট পাওয়াই যায়৷ তাই তাঁদের রান্নার ক্ষেত্রে মাখন ও সাদা তেল দুটোই ব্যবহার করা যাবে না৷ দুটোরই আলাদা ভূমিকা, সুবাস, বর্ণ এবং পুষ্টিগুণ৷ তাই দুই উপাদানই ব্যবহার করতে হবে পরিমিত পরিমাণে৷ ব্যক্তিবিশেষের স্বাস্থ্যের পরিস্থিতি, রান্নার পদ্ধতির উপর নির্ভর করে ব্যবহার করতে হবে মাখন বা সাদা তেল৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Butter vs Vegetable Oil: মাখন না সাদা তেল? শরীর ভাল রাখতে কোনটা দিয়ে রান্না করবেন? জানুন বিশেষজ্ঞের মত
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement