Travel: সঙ্গীকে নিয়ে জলকেলিতে মজতে চান? বর্ষার রেশ থাকতে থাকতেই ঢুঁ মারুন এখানে, ফিরতে চাইবেন না গ্যারান্টি...!

Last Updated:

Travel: এখানে এমন এক গন্তব্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে পথে কেবল জলপ্রপাত দেখে দেখে দিন কেটে যাবে।

News18
News18
মধ্যপ্রদেশ যে কারও কাছে বর্ষার এক মনোরম গন্তব্য হতে পারে। বর্ষা এসে গ্রীষ্মমণ্ডলীয় এই দেশের প্রাকৃতিক বিবর্ণতা ধুইয়ে-মুছিয়ে দেয়, প্রকৃতি সবুজ হয়ে ওঠে। শ্যামল প্রকৃতির কোলে জলের শোভা সব সময়েই মন আকর্ষণ করে, শান্ত করে তোলে ভিতর থেকে। অতএব, এমন গন্তব্য হাতছাড়া করা উচিত হবে না। সবচেয়ে বড় কথা, এখানে এমন এক গন্তব্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে পথে কেবল জলপ্রপাত দেখে দেখে দিন কেটে যাবে।
গ্রীষ্মের পর বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ ভ্রমণের পরিকল্পনা শুরু করে এবং পরিবারের সঙ্গে পিকনিক করার জন্য জায়গা খুঁজতে থাকে। আজ আমরা মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় ২০ কিলোমিটারের মধ্যে এমন চারটি পিকনিক স্পট সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে নিজেদের পরিবারের সঙ্গে পিকনিক করতে যাওয়া যেতে পারে। এখানে জলপ্রপাত উপভোগ করা যেতে পারে। সহজেই দুই চাকা এবং চার চাকার গাড়িতে এই জায়গায় পৌঁছানো যেতে পারে।
advertisement
আরও পড়ুন-সেপ্টেম্বরেই ‘মালামাল’…! মা দুর্গার সবচেয়ে প্রিয় এই ৪ রাশি, দু-হাত ভরিয়ে দেবেন অঢেল অর্থ-যশ-সম্পত্তি, মহালক্ষ্মী রাজযোগে ভাসবেন টাকার সমুদ্রে
advertisement
পর্যটকদের দেওয়া তথ্য
লোকাল ১৮ পর্যটক রোহিত মহাজনের সঙ্গে কথা বললে তিনি জানান যে, বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ মানুষ তাদের পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা শুরু করে। কেউ যদি মধ্যপ্রদেশের বুরহানপুর জেলাতেও থাকেন, তাহলে আজ আমরা এমন চারটি জায়গা সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে পরিবারের সঙ্গে পিকনিক এবং দর্শনীয় স্থান দেখতে যেতে পারেন। যার মধ্যে প্রথমটি হল বুরহানপুর জেলা থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত থাথার জলপ্রপাত, যা আকর্ষণের কেন্দ্রবিন্দু। মানুষ এখানে পিকনিকের জন্য আসে, অন্য দিকে, উটাওয়ালি জলপ্রপাতও আকর্ষণের কেন্দ্রবিন্দু। নিম্বোলা জলপ্রপাত মানুষকে সমান ভাবে আকর্ষণ করছে। আসিরগড় জলপ্রপাতের সৌন্দর্যও মুগ্ধ করার মতো। এই সমস্ত স্থান জেলা থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। পরিবারের সঙ্গে দু-চাকা এবং চার চাকার যানবাহনে সহজেই এখানে পৌঁছানো যেতে পারে।
advertisement
আরও পড়ুন-সেপ্টেম্বরেই লাগবে ‘লটারি’…! পুজোর আগেই ‘মালামাল’ ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলে যাবে ভাগ্যের দরজা
সকল স্থান ২০ কিলোমিটারের মধ্যে
এই সমস্ত স্থান ২০ কিলোমিটারের মধ্যে। দু-চাকা এবং চার চাকার যানবাহন নিয়ে লোকে এখানে সহজেই পৌঁছায় এবং কেউ যদি নিজের বাড়ি থেকে রান্নার উপকরণ নিতে চায়, তবে তাও নেওয়া যেতে পারে। কারণ এখানে খাবার রান্না করা যেতে পারে। এই অনুমতি সর্বত্র পাওয়া যায় না। মনোরম প্রকৃতির শোভার মাঝে পরিবারের সঙ্গে বনভোজনের এমন আনন্দ হাতছাড়া না করাই উচিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: সঙ্গীকে নিয়ে জলকেলিতে মজতে চান? বর্ষার রেশ থাকতে থাকতেই ঢুঁ মারুন এখানে, ফিরতে চাইবেন না গ্যারান্টি...!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল ! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস
সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টি
  • সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল !

  • দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই

  • উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস

VIEW MORE
advertisement
advertisement