Budget Travel: ৫০০ টাকায় ঘুরে আসুন 'মিনি সুন্দরবন', এই শীতে এর চেয়ে ভাল আর কী হতে পারে! রইল খুঁটিনাটি

Last Updated:

Budget Travel: মিনি সুন্দরবনের প্রাচীন রাজবাড়িগুলিতে ভিড় জমান ভ্রমণ পিপাসু মানুষেরা। এর সঙ্গে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ টাকির নলেন গুরের পাটালি, খেজুরের রস। 

+
টাকি

টাকি ভ্রমণ

উত্তর ২৪ পরগনা : শীত পড়তেই টাকিতে ইছামতি নদীর পাড়ে ভিড় জমাচ্ছে আট থেকে আশি। শীতের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে উপভোগ করে টাকির ইছামতি নদীর সৌন্দর্য।
পাশাপাশি, গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পর্যটকরা। ওপার বাংলা এপার বাংলার তথা ভারত বাংলাদেশ মাঝ বরাবর বয়ে গেছে ইছামতি নদী। আর সেই ইছামতি নদীতে নৌকা বিলাসের পাশাপাশি বাড়তি পাওনা নলেন গুড়, খেজুরের রস আর টাকির মালপোয়া।
আরও পড়ুন: ঘুমের সময় বিকট শব্দ করে নাক ডাকে সঙ্গী? মৃত্যু পর্যন্ত ঘটতে পারে! বাঁচার উপায় জানুন
বলাবাহুল্য, ইতিমধ্যে টাকির কিছু দর্শনীয় জায়গাকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। তাই টাকি পর্যটন কেন্দ্র রাজ্য ছাড়িয়ে এমন কি বিদেশী পর্যটকদের কাছেও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। ইছামতি নদীর পারে টাকি পর্যটন কেন্দ্রের কাছে বাড়তি অনুভূতি আবেগ।
advertisement
advertisement
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
কারণ ওপার বাংলাকে চাক্ষুস করে দেখে নেওয়া যায় নৌকায় বসেই। পর্যটকরা সেই অনুভূতির টানে বার বার চলে আসে টাকিতে। টাকিতে বেড়াতে আপনি কি খাবেন। টাকিতে বেড়াতে গেলেই আপনি একদিকে যেমন সকালে শিউলিদের আনাগোনা অপরদিকে নলেন গুড়ের পাটালি তৈরী করা হয়। অপরদিকে টাকির বিখ্যাত মালপোয়ার স্বাদ নিতে পারেন।
advertisement
শীতের দিনে সকাল থেকে একদিকে ইছামতিতে নৌকা বিহার অন্যদিকে, সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনের প্রাচীন রাজবাড়িগুলিতে ভিড় জমান ভ্রমণ পিপাসু মানুষেরা। এর সঙ্গে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ টাকির নলেন গুরের পাটালি, খেজুরের রস।
পর্যটকরা নলেনগুড়ের পাটালি কিনতে ভিড় জমাচ্ছে দোকানে। এসময় পর্যটকরা টাটকা রস কিনে খাচ্ছে শিউলিদের কাছ থেকে। তবে আসল নকল যাই হোক খেজুর রসের পাটালি থেকে নলেন গুড়ের গন্ধে ভরে উঠেছে ইছামতির তীরে টাকির বাজারে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Budget Travel: ৫০০ টাকায় ঘুরে আসুন 'মিনি সুন্দরবন', এই শীতে এর চেয়ে ভাল আর কী হতে পারে! রইল খুঁটিনাটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement