Weekend Destination: কুয়ে নদীর পাশে ঘন জঙ্গলে ইতিহাস কথা বলে প্রাচীন নীলকুঠির কড়িবড়গায়, দেখতে আসুন ছোট্ট ছুটিতে

Last Updated:

Weekend Destination: নীলকুঠির পড়তে পড়তে লুকিয়ে রয়েছে নানান অজানা ইতিহাস, প্রায় আড়াইশো বছরের পুরানো এই নীলকুঠি হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন ।

+
নীলকুঠি 

নীলকুঠি 

সৌভিক রায়, বীরভূম: বীরভূমে তো সব জায়গায় ঘুরে নিয়েছেন।এখন বীরভূম আসতে চাইলে এমন কোনও জায়গা খুঁজছেন যে জায়গা হয়তো আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন হতে পারে। আর আপনি যদি ইতিহাস ভালবাসেন তাহলে তো অন্তত পক্ষে একবার আপনার ঘুরে যাওয়া প্রয়োজন বীরভূমের মধ্যে অবস্থিত এই নীলকুঠি থেকে। তবে কোথায় অবস্থিত এই নীলকুঠি? অনেকের মনে এ প্রশ্ন জাগতেই পারে। আবার অনেকে হয়তো ভাববেন কীভাবে পৌঁছবেন এই নীলকুঠি।
বীরভূমের বোলপুর শান্তিনিকেতন বোলপুর-লাভপুর সড়ক বরাবর কুয়ে নদী পার হয়ে লাভপুর থেকে লাঘাটা দিকে রওনা দিয়ে পৌঁছে যাওয়া যায় ময়ূরাক্ষী নদীর কাছে। সেতু পার হলেই সামনে বিস্তীর্ণ জঙ্গল।আর তারই মাঝে জরাজীর্ণ একটি মিনার।জঙ্গলে আর একটু ঢুকলে রয়েছে নির্মাণ কাজের ইটের টুকরো।সেই ইট প্রায় আড়াইশো বছরের পুরানো গুনুটিয়ার নীলকুঠি মহলের নানা ইতিহাসের সাক্ষী।সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে ঘিরে এ বার পর্যটনকেন্দ্র গড়ার দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
বীরভূমের লাভপুরের গুনুটিয়ার নীলকুঠির পরতে পরতে লুকিয়ে রয়েছে আরও নানা অজানা ইতিহাস।একদা বাংলার জলপথ বাণিজ্যের অন্যতম যোগসূত্র ছিল এই নীলকুঠি।ময়ূরাক্ষী এবং অজয় নদের জলপথ যোগাযোগের অন্যতম পথ হিসেবে ব্যবহার জন্য ১৭৭৫ সালে ব্রিটিশ বণিক এডওয়ার্ড হে গুনুটিয়ার নীলকুঠি নির্মাণ করেছিলেন।
advertisement
আরও পড়ুন : আসছে ফলহারিণী কালীপুজো! পুণ্যতিথিতে দেবীর চরণকমলে নিবেদন করুন এই ৩ ফুল! বাধা বিঘ্ন দূর হয়ে আসবে টাকা ও সুখশান্তির জোয়ার
একদা জলপথে যাতায়াতের সুবিধা,আবহাওয়া, কাঁচামাল,উর্বর জমির জন্য বীরভূম জেলায় লাক্ষা, তুঁত, রেশম, নীল চাষ ভাল হত।রেশম চাষের জন্য এডওয়ার্ড বীরভূমের লাভপুরে ময়ূরাক্ষী নদীর তীরে গুনুটিয়া কুঠি তৈরি করে।প্রথম দিকে এখান থেকে রেশম, তুঁত প্রভৃতি চাষের তত্ত্বাবধান করা হলেও পরবর্তীকালে নীল চাষ শুরু হয়।তাই গুনুটিয়া কুঠি পরিচিতি পায় নীলকুঠি হিসেবেই। তাই এবার বোলপুর লাভপুর গেলে অন্ততপক্ষে একবার ঘুরে আসুন এই নীলকুঠি থেকে। আপনার জীবনের সেরা ভ্রমণের ডেস্টিনেশন হবে এটি একদম বলা চলেই।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Destination: কুয়ে নদীর পাশে ঘন জঙ্গলে ইতিহাস কথা বলে প্রাচীন নীলকুঠির কড়িবড়গায়, দেখতে আসুন ছোট্ট ছুটিতে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement