Bizarre | Viral Video : ফুলশয্যার রাতে প্রথমেই খেয়ে নিলেন বর! বউয়ের সামনে First Night-এর সেরা Performance, Super Viral...

Last Updated:

Bizarre | Viral Video : সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে Super Viral. আজব ভিডিও! নেটিজ়েনরা বলছেন, ‘এ কী দেখে ফেললাম!’

 বর খেলেন আরশোলা মেশানো দুধ?
বর খেলেন আরশোলা মেশানো দুধ?
#মুম্বই : টেলিভিশনের ধারাবাহিকের একাধিক দৃশ্য মাঝেমধ্যেই ভাইরাল (Viral Video) হতে দেখা যায় ফেসবুক বা ট্যুইটারে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ক্ষেত্রে চরম ট্রোলের শিকার হতে হয়ে সিরিয়ালে দেখানো অংশবিশেষের জন্য। বাংলা হোক বা হিন্দি, সব সিরিয়ালেই কিছু আজব দৃশ্য দেখা যায়, যার মধ্যে যুক্তি বা বাস্তবতার ছিঁটেফোঁটাও নেই। এমনই এক কাণ্ড এবার ফের একবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অদ্ভুত সেই দৃশ্য (Groom drinks Milk With Cockroach) দেখে হায় হায় রব তুলেছে সবাই।
'দিল সে দি দুয়া' সিরিয়ালে দেখানো একটি দৃশ্য এবার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিয়ো (Viral Video )এবার ভাইরাল হয়েছে তা দেখে নেটিজ়েনরা এও বলছেন, ‘এ কী দেখে ফেললাম!’। আসলে সম্প্রতি ট্যুইটারে এমন একটি সিরিয়ালের দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে যে ফুলশয্যার রাতে দুধের সঙ্গে আরশোলা মিশিয়ে খেয়ে ফেলেছেন নায়ক! শুনেই গা গুলিয়ে উঠছে নিশ্চই আপনার? বাস্তবে কিন্তু হুবহু এমনটাই দেখানো হয়েছে টেলিভিশনের পর্দায়। ওই দৃশ্যে দেখানো হয়েছে নববধূ আর বরের ঘনিষ্ঠ মুহূর্তে বাধ সেধেছিল একটি আরশোলা। নায়িকার গায়ে আরশোলা উঠে পড়ায় তিনি নায়কের থেকে ছিটকে দূরে সরে যান। এই পর্যন্ত ঠিকই ছিল। এর পরেই ঘটল সেই আজব ঘটনা। সিরিয়ালের ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা গিয়েছে মেঝে থেকে আরশোলা কুড়িয়ে নিয়ে দুধের গ্লাসে মিশিয়ে খেয়ে ফেলেছেন অভিনেতা!
advertisement
advertisement
এটাই অবশ্য প্রথম নয়, কোথাও দেখা গিয়েছে সিরিয়ালের মূল অভিনেত্রী কাপড় কাচার মতো করে ল্যাপটপ কেচে ফেলেছেন। কোথাও বা নায়িকা হঠাৎ করে মাছি হয়ে গিয়েছে। সম্প্রতি আবার একটি সিরিয়ালের দৃশ্য ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল প্রেমিকাকে মুগ্ধ করার জন্য সটান চাঁদের টুকরো আনার চেষ্টা করেছেন প্রেমিক। দড়ি দিয়ে চাঁদকে বেঁধে জাদু লাঠির কারিকুরি দিয়ে চাঁদ থেকে ভেঙে আনতে চেয়েছেন একটা টুকরো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া টেলিভিশন সিরিয়ালের এসব আজব দৃশ্য দেখে স্বভাবতই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।
advertisement
ভাইরাল হওয়ার পরই ট্যুইটার তোলপাড় করে দিয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনদের অনেকেই বলেছেন, ‘এ কী সাংঘাতিক জিনিস দেখে ফেললাম!’। কেউ আবার বলেছেন, এতদিন এই আজব জিনিস কীভাবে তাঁদের নজরে পড়েনি এখনও। ভাইরাল ভিডিয়োতে লক্ষ্য করা গিয়েছে, আরশোলা মেশানো দুধ খেয়ে আবার নায়ক এমন ঢেকুর তুলেছেন যেন কত সুস্বাদু একটা খাবার খেয়েছেন এবং পরিতৃপ্তির ঢেকুর তুলছেন।
advertisement
ভিডিয়োতে অবশ্য হিরোইন ও নেটিজ়েনদের হাল অনেকটা একইরকম ছিল এই দৃশ্য দেখে। এমন অবাস্তব হাস্যকর কাণ্ডটি দেখে চমকে গিয়েছেন সকলেই। ইতিমধ্যেই ৫৫ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। প্রায় ১৪০০- র কাছাকাছি লাইক এবং ৬০০- বেশি রিট্যুইট হয়। এই ভিডিয়ো এখন ট্যুইটারে ট্রেন্ড করছে। সেই সঙ্গে কমেন্ট বক্সে জড়ো হয়েছে একগুচ্ছ মজাদার কমেন্ট। সেই মন্তব্য পড়েও উঠছে হাসির ফোয়ারা।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre | Viral Video : ফুলশয্যার রাতে প্রথমেই খেয়ে নিলেন বর! বউয়ের সামনে First Night-এর সেরা Performance, Super Viral...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement