Viral Video | Cobra : দোকানে বসেছিল কিশোর! হঠাত্‍ মাথার উপরে নড়াচড়ার শব্দ... কী ওটা? হাড় হিম করা দৃশ্য তুমুল ভাইরাল...

Last Updated:

Viral Video | Cobra : কথায় বলে, 'রাখে হরি, মারে কে'! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি বোধহয় তারই এক নিদর্শন।

#নয়াদিল্লি : কথায় বলে, 'রাখে হরি, মারে কে'! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি বোধহয় তারই এক নিদর্শন (Viral Video Cobra)। ভয়ানক বিষধর সাপের হাত থেকে একটুর জন্য রক্ষা পেল এক কিশোর। ছেলেটির নিজের সচেতনতাতেই বাঁচল তার জীবন। ইঁদুরেকে তাড়া করে দোকানের ওপর থেকে সাপ পড়ে যাওয়ার আগে কিছু একটা দুলতে দেখে দোকান থেকে পালিয়ে যায় সে। ঘটনাটি ঘটেছে দিল্লির রাইসেন জেলায়।
চরম ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওতে দেখা যায়, ছেলেটি দোকানের ভিতরে বসার সঙ্গে সঙ্গেই ওপরের দিকে কিছু একটা নড়াচড়া ((Viral Video Cobra) করছে এমনটা দেখতে পায় সে। তবে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে দোকান থেকে পালিয়ে যায় ছেলেটি। ঠিক সেসময়ই দোকানের ওপর থেকে ইঁদুরটি নীচে পড়ে যায়। সাপটি পাকড়াও করতে ইঁদুরের পিছু ধাওয়া করে। তবে কিছুতেই ইঁদুরের পিছু ছাড়ে না সাপটি ((Viral Video Cobra)। উপস্থিত বুদ্ধির জোরে সাপের কামড়ের হাত থেকে রক্ষা পায় ও কিশোর।
advertisement
advertisement
advertisement
এই ভিডিওটি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রাইসেন জেলার ওবায়দুল্লাগঞ্জের জনৈক চৌহান ধাবার বলে এক ব্যক্তির বলে জানা গিয়েছে। নেহাতই বরাত জোরেই সেদিন ভয়াবহ সাপের কামড়ের হাত থেকে ছেলেটি বেঁচে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সাপটির সামনে পড়ে গেলে মৃত্যু আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়তো বলেই এলাকার মানুষের বয়ান। গোটা ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
advertisement
ঘটস্থলের ধাবা অপারেটর কল্যাণ সিং চৌহান বলেন, "কিছুদিন আগে ছেলেটি পানের দোকানে বসেছিল। কিছু একটা নড়াচড়া করতে দেখে তিনি বেরিয়ে আসেন। তখন সাপটি ওপর থেকে নীচে পড়ে যায়। ঈশ্বরের কৃপায় ছেলেটি রক্ষা পেয়েছে।"
advertisement
ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে সাপটি অত্যন্ত দ্রুত গতিতে দোকানময় ঘুরতে থাকে তার খাদ্য ওই পালিয়ে যাওয়া ইঁদুরটির খোঁজে। তবে ইঁদুরটি সে যাত্রা রক্ষা পেল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video | Cobra : দোকানে বসেছিল কিশোর! হঠাত্‍ মাথার উপরে নড়াচড়ার শব্দ... কী ওটা? হাড় হিম করা দৃশ্য তুমুল ভাইরাল...
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement