সাপও নাকি হাসে (Laughing Snake)! সত্যিই৷ সেই ছবিই ধরা পড়েছে ক্যামারের লেন্সে৷ যা দেখে মুগ্ধ হয়েছে বিশ্ববাসী৷ সাপ মানেই তো একপ্রকার ভয়ের উদ্রেক হয় মনে৷ সেই লকলকে জিভ বের করা সরীসৃপ যদি হাসে, তাহলে তো অবাক হওয়ারই কথা৷ এই সাপটিকে দেখে কারও ভয় তো করবেই না উল্টে বারবার দেখতে ইচ্ছে করবে ছবি৷ Image Courtesy: Aditya Kshirsagar/Comedy Wildlife Photography Awards 2021
এবার দেখুন মনের সুখে হাই তুলছে বেবুন (Yawning Baboon) ! এরপরই সে নিশ্চিন্তে ঘুমে ঢলে পড়বে৷ তার আগে চোখ বন্ধ করে বিশাল হাই তুলে নিদ্রার প্রস্তুতি ব্যস্ত এই পশু৷ দেখে বোঝার উপায় নেই এই বন্য প্রাণী কতটা ভয়ঙ্কর হতে পারে৷ বন্যপশুরা ভয়ঙ্কর, তবে তাদের অন্য রূপও রয়েছে৷ যদি সেভাবে ছবি তোলা যায়, তাহলে দেখা যাবে তাদের মধ্যেও নানা অনুভূতি৷ কমেডি ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২১-তে (Comedy Wildlife Photography Awards 2021) তেমনই ছবি ঠাঁই পয়েছে, যাতে উঠে এসেছে পশুদের অন্য রূপ৷Image Courtesy: Clemence Guinard/Comedy Wildlife Photography Awards 2021
এ একধরণের পাখি (pied starling)৷ দক্ষিণ আফ্রিকায় রেইতভলেই নেচার রিসার্ভে খুবই মন মরা হয়ে বসে রয়েছে সে৷ আর মুখেও সেই ভাব স্পষ্ট৷ কিছুটা মন খারাপ আর কিছুটা রাগ-হতাশা৷ সব মিলে মিশে একাকার! আপনিও রেগে গেলে এভাবেই তাকান কিনা, দেখুন তো? Image Courtesy: Andrew Mayes/Comedy Wildlife Photography Awards 2021
সদ্য ঘুম ভেঙেছে, তাও আবার সমুদ্রের ঢেউয়ের চোটে উঠতে বাধ্য হয়েছে এই সীল (Grey Seal)! তাই তো আধভাঙা ঘুম চোখে আরাম করে হাত পা ছুড়ে দিচ্ছে সে! যিনি ছবিটি তুলেছেন, তিনি বলছেন যে কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর এমন ছবি ওঠানো সম্ভব হয়েছে৷ Image Courtesy: Martina Novotna/Comedy Wildlife Photography Awards 2021