Comedy Wildlife Photography Awards 2021:| Laughing Snake: 'দাঁত কেলিয়ে' সাপকে হাসতে দেখেছেন? বিশ্ব কাঁপানো সেই ছবিই মন জয় করেছে সকলের, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মনের সুখে হাই তুলছে বেবুন তো গঙ্গ ফড়িং অবাক চোখে তাকিয়ে, এমনই ছবি জিতে নিয়েছে Comedy Wildlife Photography Awards 2021 সেরা তকমা!
সাপও নাকি হাসে! সত্যিই৷ সেই ছবিই ধরা পড়েছে ক্যামারের লেন্সে৷ যা দেখে মুগ্ধ হয়েছে বিশ্ববাসী৷ সাপ মানেই তো একপ্রকার ভয়ের উদ্রেক হয় মনে৷ সেই লকলকে জিভ বের করা সরীসৃপ যদি হাসে, তাহলে তো অবাক হওয়ারই কথা৷ এই সাপটিকে দেখে কারও ভয় তো করবেই না উল্টে বারবার দেখতে ইচ্ছে করবে ছবি৷ Image Courtesy: Aditya Kshirsagar/Comedy Wildlife Photography Awards 2021
advertisement
এবার দেখুন মনের সুখে হাই তুলছে বেবুন! এরপরই সে নিশ্চিন্তে ঘুমে ঢলে পড়বে৷ তার আগে চোখ বন্ধ করে বিশাল হাই তুলে নিদ্রার প্রস্তুতি ব্যস্ত এই পশু৷ দেখে বোঝার উপায় নেই এই বন্য প্রাণী কতটা ভয়ঙ্কর হতে পারে৷ বন্যপশুরা ভয়ঙ্কর, তবে তাদের অন্য রূপও রয়েছে৷ যদি সেভাবে ছবি তোলা যায়, তাহলে দেখা যাবে তাদের মধ্যেও নানা অনুভূতি৷ কমেডি ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২১-তে তেমনই ছবি ঠাঁই পয়েছে, যাতে উঠে এসেছে পশুদের অন্য রূপ৷Image Courtesy: Clemence Guinard/Comedy Wildlife Photography Awards 2021
advertisement
advertisement
এ একধরণের পাখি (pied starling)৷ দক্ষিণ আফ্রিকায় রেইতভলেই নেচার রিসার্ভে খুবই মন মরা হয়ে বসে রয়েছে সে৷ আর মুখেও সেই ভাব স্পষ্ট৷ কিছুটা মন খারাপ আর কিছুটা রাগ-হতাশা৷ সব মিলে মিশে একাকার! আপনিও রেগে গেলে এভাবেই তাকান কিনা, দেখুন তো? Image Courtesy: Andrew Mayes/Comedy Wildlife Photography Awards 2021
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement