১৬০ টাকা কেজি, বীরভূমের মিষ্টি জগতের সেরা তাঁতিপাড়ার অমৃতি! একবার খেলে স্বাদ ভুলতে কষ্ট হয় ক্রেতাদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
বীরভূমের মিষ্টির জগতে যেমন সিউড়ির মোরব্বা নামজাদা, তেমনই আরেক বিখ্যাত নাম হল তাঁতিপাড়ার অমৃতি। জেলাজুড়ে ছড়িয়ে থাকা এই অমৃতির সুখ্যাতি এখন রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে ঝাড়খণ্ড-বিহার পর্যন্ত।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের মিষ্টির জগতে যেমন সিউড়ির মোরব্বা নামজাদা, তেমনই আরেক বিখ্যাত নাম হল তাঁতিপাড়ার অমৃতি। জেলাজুড়ে ছড়িয়ে থাকা এই অমৃতির সুখ্যাতি এখন রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে ঝাড়খণ্ড-বিহার পর্যন্ত।
ইতিহাস বলছে, রাজনগরের পাহাড়ি অঞ্চলে একসময় পাহাড়ি জনজাতিরাই শাসন করতেন। তাঁদের প্রধান খাদ্য ছিল বরবটি কলাই, যার গুঁড়ো থেকেই পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছিল প্রথম অমৃতি। পরে সময়ের সঙ্গে উপকরণের বদল ঘটে। বরবটি কলাইয়ের পরিবর্তে ব্যবহৃত হতে থাকে কালো বিড়ি কলাই। দে পরিবারের দ্বারকানাথ দে-র হাত ধরেই জনপ্রিয় হয় এই নতুন স্বাদের জিলিপি, যা আজও ঐতিহ্য হিসেবে টিকে আছে। কালো বিড়ি কলাই, আতপ চালের গুঁড়ো ও নিপুণ কারিগরির সংমিশ্রণে তৈরি হয় এই অমৃতি। দেখতে খানিকটা ফ্যাকাসে সাদা, কারণ এতে কোনও কৃত্রিম রঙের ব্যবহার হয় না।
advertisement
আরও পড়ুন: অদূর ভবিষ্যতে AI ছড়ি ঘোরাবে বিশ্বে! ভাল-মন্দ বোঝাতে ১৩০০ ছাত্রীকে নিয়ে হয়ে গেল বড় কর্মযজ্ঞ
advertisement
তৈরির প্রক্রিয়াটিও দীর্ঘ, কলাই শুকিয়ে সারারাত ভিজিয়ে খোসা ছাড়ানো, তারপর শিলনোড়ায় বাটা ও চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভেজে ঠাণ্ডা রসে ডোবানো হয়। ফলাফল, বাইরে মুচমুচে, ভিতরে রসে ভরা, মুখে গলে যাওয়া এক অপূর্ব স্বাদ। বীরভূমের তাঁতিপাড়ার হাটতলার সুমন রুজ আজও বাবার কাছ থেকে শেখা সেই পুরনো রীতিতে জিলিপি তৈরি করেন। তিনি জানান, “আমাদের অমৃতি কালো বিড়ি কলাই দিয়ে তৈরি। দিনে প্রায় ২৫ থেকে ৩০ কেজি বিক্রি হয়। উৎসবের সময়ে বিক্রি বেড়ে ৪-৫ কুইন্টাল পর্যন্ত পৌঁছে যায়।” বর্তমানে অমৃতির দাম প্রতি কেজি ১৬০ টাকা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা মন্টু ধীবর বলেন, “তাঁতিপাড়ার অমৃতি এক নম্বর অমৃতি। বহু দূর থেকে মানুষ আসে এই অমৃতি কিনতে। এটা আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য।” দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার মতো উৎসবে এই অমৃতির কদর আরও বেড়ে যায়। অতিথি এলেই তাঁতিপাড়ার বাসিন্দারা গর্ব করে দেন তাঁদের বিখ্যাত অমৃতি। বীরভূমের এই মিষ্টি শুধু একটি খাবার নয়, এটি এক ঐতিহ্য, এক স্বাদে ভরা ইতিহাস, যেখানে কলাই, কারিগরি আর সংস্কৃতির মিশেলে জন্ম নিয়েছে ‘তাঁতিপাড়ার জিলাপি’। কেননা এটি অমৃতি হলেও অধিকাংশরা এটিকে জিলাপি বলেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 07, 2025 7:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
১৬০ টাকা কেজি, বীরভূমের মিষ্টি জগতের সেরা তাঁতিপাড়ার অমৃতি! একবার খেলে স্বাদ ভুলতে কষ্ট হয় ক্রেতাদের
