Saraswati Puja: বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে মনের মানুষের নজর কাড়তে চান? শুধু সেজে উঠুন এই ভাবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
সরস্বতী পুজো আর প্রেম কিন্তু বাঙালিদের কাছে সমার্থক শব্দই বটে! আর বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে কীভাবে সাজগোজ করা হবে, সেই বিষয়ে রইল স্টাইল গাইড।
কলকাতা: ভ্যালেন্টাইনস ডে আসতে এখনও ঢের দেরি। কিন্তু বাঙালিদের ভ্যালেন্টাইনস ডে আসতে আর বেশি দেরি নেই। কিন্তু কবে বাঙালির ভ্যালেন্টাইনস ডে! সেটা আবার কী? আসলে সরস্বতী পুজোই তো বাঙালির ভ্যালেন্টাইনস ডে! এই একটা দিনেই তো কিশোর-কিশোরীরা নিজেদের স্কুলের বাইরে অন্য স্কুলে পা রাখার ছাড়পত্র পেয়ে থাকে। তাতেই তৈরি হয় প্রথম ভাল লাগা। সেখান থেকেই আলাপচারিতা এবং প্রেম। অর্থাৎ সরস্বতী পুজো আর প্রেম কিন্তু বাঙালিদের কাছে সমার্থক শব্দই বটে! আর বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে কীভাবে সাজগোজ করা হবে, সেই বিষয়ে রইল স্টাইল গাইড।
মেয়েদের সাজ:
সরস্বতী পুজোতে যে শাড়িই বেছে নিতে হবে, সেটা বলাই বাহুল্য। সাজে স্নিগ্ধতা আনতে চাইলে বেছে নেওয়া যেতে পারে হালকা রঙের সুতি কিংবা খাদির শাড়ি। ছিমছাম মেক-আপ আর কাপড় কিংবা পোড়া মাটির গয়নায় হয়ে ওঠা যাবে সুন্দর। আলগোছে করা হাতখোঁপায় আটকে নেওয়া যেতে পারে রঙ্গন কিংবা কাগজ ফুল। ফলে চোখ ফেরাতেই পারবে না মনের মানুষটা। সকালে হালকা সাজই একদম পারফেক্ট। কিন্তু রাতের দিকে মনের মানুষের সঙ্গে ডেট থাকলে গাঢ় রঙের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। জমকালো সাজের ক্ষেত্রে বেছে নিতে পারেন সম্বলপুরি, ইক্কত, তেলিয়াকটন কিংবা সিল্ক কটন, গাদোয়াল শাড়ি বেছে নেওয়া যেতে পারে। আবার হলুদের এক-এক রকম শেডও এই দিনের জন্য দুর্দান্ত।
advertisement
advertisement
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
হলুদ-কালোর মিশেলও কিন্তু রাতের সাজের জন্য ভাল যায়। তবে সাদা কিংবা অফ হোয়াইটকে সকালের সাজের জন্যই পারফেক্ট বলা হলেও সাদার অমোঘ আকর্ষণ থেকে বেরোতে পারেন না অনেকেই। তবে জমকালো সাজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, বিয়ে বাড়ির সাজ আর সরস্বতী পুজোর সাজ কিন্তু এক নয়। তাই গয়না বাছতে হবে বুঝেশুনে। এই ধরনের শাড়ির সঙ্গে সিলভার কিংবা ব্ল্যাকপলিশ জুয়েলারিও অসাধারণ যাবে। আর মেক-আপও রাখা উচিত ছিমছাম। শাড়ি পরার ইচ্ছে না-থাকলে বেছে নেওয়া যায় চিকনকারি কাজের কুর্তিও। কিংবা পরে নেওয়া যায় ব্লক প্রিন্টেড ইন্ডিগো স্কার্ট আর সাদা রঙের মানানসই টপ। সঙ্গে কানে পরে নেওয়া যেতে পারে সিলভার ঝুমকো।
advertisement
ছেলেদের সাজ:
বাঙালির ভ্যালেন্টাইনস ডে মানেই মনের মানুষকে সঙ্গে করে একটা ফুরফুরে দিন কাটানো। ফলে মেয়েদের সাজের পাশাপাশি ছেলেদের সাজও গুরুত্বপূর্ণ। আর বাঙালির ভালোবাসার দিনে শাড়ি-পাঞ্জাবি না-হলে কি আর জমে। তাই মেয়েরা যেহেতু শাড়ি বেছে নিচ্ছেন, ছেলেরাও এই দিন পাঞ্জাবিটাই বেছে নেবেন, এটাই স্বাভাবিক। জিন্সের উপর গলিয়ে নেওয়া যেতে পারে হালকা কাজ করা কুর্তা অথবা পাঞ্জাবি। একরঙা পাঞ্জাবি বা কুর্তার উপর পরে নিতে পারেন জহরকোট বা প্রিন্টেড জ্যাকেট। সাজে একটু অন্য রকম ছোঁয়া আনতে চাইলে বেছে নেওয়া যেতে পারে লুজ ফিটের কটন প্যান্ট এবং উজ্জ্বল রঙের ব্লক প্রিন্টের শার্ট।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 4:09 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saraswati Puja: বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে মনের মানুষের নজর কাড়তে চান? শুধু সেজে উঠুন এই ভাবে