Beer Health Benefits: সুস্থ কিডনি! দূর পেটের রোগ! শীতেও চুমুক দিন বিয়ারে...জানুন উপকারিতা

Last Updated:

Beer Health Benefits in Winter: অনেকেই মনে করেন বিয়ার শরীরের জন্য একেবারেই খারাপ। কিন্তু সেটা একেবারেই সত্য নয়, সম্প্রতি পর্তুগালে একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে, বিয়ার পান করা অন্ত্রের জন্য উপকারী এবং এর দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধেরও ক্ষমতা রয়েছে।

বিয়ার 
বিয়ার 
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: শীতেও পান করতে পারেন বিয়ার। কী কী স্বাস্থ্যগুণ আছে বিয়ারে জানেন? বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান, বিয়ার পানের ফলে অন্ত্রে জমে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলি শরীর থেকে বেরিয়ে যায়। বিয়ারে অ্যালকোহলের মাত্রা কম থাকে। তাই নানা উৎসব-অনুষ্ঠানে এই পানীয় খাওয়ার চল রয়েছে । তবে অনেকেই মনে করেন বিয়ার শরীরের জন্য একেবারেই খারাপ। কিন্তু সেটা একেবারেই সত্য নয়, সম্প্রতি পর্তুগালে একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে, বিয়ার পান করা অন্ত্রের জন্য উপকারী এবং এর দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধেরও ক্ষমতা রয়েছে।
আরও পড়ুন : টগবগে এনার্জি! যৌন সঙ্গমের ইচ্ছে বাড়িয়ে তুলবে এই চেনা খাবারগুলি! সঙ্গী বা সঙ্গিনীকে তৃপ্ত করতে কী খাবেন, জানুন
বিয়ার স্থূলতা, ডায়াবিটিস এবং হৃদরোগের মতো খুব সাধারণ দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়’। নিয়মিত বিয়ার খেলে অন্ত্রে জমে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলি শরীর থেকে বেরিয়ে যায়। বিয়ার খেলে শরীরে এক ধরনের উৎসেচক তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।বিয়ারের আরও কিছু উপকারিতা রয়েছে যেমন কিডনিতে পাথর জমার আশঙ্কা কমে। এই পানীয়তে ফাইবারের পরিমাণ বেশি থাকে। তাই পেট পরিষ্কার রাখতে সাহায্য করে বিয়ার। এতে নানা ধরনের খনিজ পুষ্টির উপাদান থাকে। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্রোমিয়াম, ভিটামিন বি— এর মাধ্যমে সবই যায় শরীরে। তাই শুধু গরমে নয় শীতেও পান করতে পারেন বিয়ার।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beer Health Benefits: সুস্থ কিডনি! দূর পেটের রোগ! শীতেও চুমুক দিন বিয়ারে...জানুন উপকারিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement