#কলকাতা: নায়িকাদের মতো সুন্দর চুল আর ত্বক পেতে সবারই ইচ্ছা করে। তাঁদের এত সুন্দর ত্বক আর চুলের জন্য নায়িকারা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেন, এটাই মনে হয়। যদিও এই ধারণা ঠিক নয়। অনেকেই আছেন যারা বাজারচলতি প্রসাধনীর বদলে মা, ঠাকুমার ঘরোয়া টোটকা ব্যবহার করেন। এই যেমন মাধুরী দীক্ষিত নেনের (Madhuri Dixit Nene) কথাই ধরা যাক না! আজ কত বছর ধরে তিনি নিজের সৌন্দর্য বজায় রেখে চলেছেন। নায়িকাকে দেখে মনে হয় তাঁর বয়স সদ্য তিরিশ পেরিয়েছে। অথচ মাধুরীর এখন বয়স হল ৫৪। সৌন্দর্যের নিখুঁত উদাহরণের কথা ভাবলেই মাথায় আসে মাধুরীর নাম। তাঁর ভুবন ভোলানো হাজার ওয়াটের হাসি দেখে আজও ভক্তরা ঘায়েল হয়ে যান।
নিজের সৌন্দর্য বজায় রাখতে, সে ত্বকই হোক বা চুল, মাধুরী ভরসা রাখেন ঘরোয়া টোটকার উপর। সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে মাধুরী তাঁর আপামর ভক্তকুলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর ঘন কালো সুন্দর চুলের রহস্য। জানা গেল যে বাড়িতে তৈরি এক বিশেষ তেল তিনি ব্যবহার করেন। আর সেটা অন্যরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। পুজোর আর মাত্র তিন চার দিন বাকি, দেরি না করে মাধুরীর দেওয়া রেসিপি মেনে এখনই এই ম্যাজিক তেল তৈরি করে নিলেই এক ঢাল ঘন কালো চুলের রহস্য এসে যাবে হাতের মুঠোয়।
মাধুরীর দেওয়া তেলের রেসিপির উপাদান
প্রথমে আধ কাপ নারকেল তেল নিতে হবে। তার সঙ্গে নিতে হবে এক চা চামচ মেথি। এবার নিতে হবে ১৫-২০ টা কারি পাতা। একটা ছোট পেঁয়াজ কুঁচিয়ে কেটে নিতে হবে।
কী ভাবে তৈরি করতে হবে
সমস্ত উপাদান একটি পাত্রে নিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। সমস্ত উপাদান ফুটে গেলে আঁচ বন্ধ করে সরাসরি তেল একটা কাচের পাত্রে ঢেলে নিতে হবে। কাচের পাত্রের কথা এই জন্য বলা হচ্ছে কারণ কাচের পাত্রে তেল অনেক দিন ভালো থাকে। এবার এই তেল নিয়মিত মাথায় মালিশ করতে হবে। চুলের বৃদ্ধির জন্য দু'টো অন্যতম উপাদান হল প্রোটিন ও আয়রন। এই দু'টোই থাকে মেথির মধ্যে। আবার কারি পাতার মধ্যেও থাকে প্রোটিন এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে এই দু'টোই চুলের জন্য ভালো- ব্যবহার করলেই তা স্পষ্ট বোঝা যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Oil, Madhuri Dixit Nene