Aloe Vera: বাগানে অ্যালোভেরা গাছ থাকলেই কেল্লা ফতে! নিজেকে ভাল রাখতে ব্যবহার করা যাবে দশ রকম উপায়ে!

Last Updated:

Aloe Vera: যে প্রকার শর্করা অ্যালো ভেরার থাকে তাকে অ্যাকেমানান বলে। এই শর্করা ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রাখতে পারে।

বাগানে অ্যালোভেরা গাছ থাকলেই কেল্লা ফতে! নিজেকে ভাল রাখতে ব্যবহার করা যাবে দশ রকম উপায়ে!
বাগানে অ্যালোভেরা গাছ থাকলেই কেল্লা ফতে! নিজেকে ভাল রাখতে ব্যবহার করা যাবে দশ রকম উপায়ে!
#নয়াদিল্লি: অ্যালোভেরা (Aloe Vera) বা ঘৃতকুমারী গাছের ব্যবহার যুগ যুগ ধরে ভারতে চলে আসছে। এই গাছের গুণের (Beauty And Health Tips) শেষ নেই। দেখে নেওয়া যাক কীভাবে ব্যবহার করা যেতে পারে এই গাছের জেল।
ত্বক আর্দ্র রাখে
অ্যালোভেরার (Aloe Vera) পাতা কাটলেই একটা থকথকে সবুজ জেল বেরিয়ে আসে। এই জেলে অনেকটাই জল ও জরুরি পুষ্টিগুণ আছে যা শুষ্ক ত্বকের জন্য খুব ভাল। এর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট। তাই এই জেল ত্বক পেলব, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে।
advertisement
জ্বালা-পোড়া দূর করে
advertisement
জ্বালা পোড়া, ব্যথা, প্রদাহ ইত্যাদি কম করার ক্ষমতা আছে অ্যালোভেরার (Aloe Vera)। এর মধ্যে আছে শর্করা যা কোলাজেন সিন্থেসিস করে এবং ক্ষত সারায়। যে প্রকার শর্করা অ্যালো ভেরার থাকে তাকে অ্যাকেমানান বলে। এই শর্করা ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রাখতে পারে।
প্রাকৃতিক মেকআপ রিমুভার
যেহেতু ত্বকের উপর অ্যালোভেরার (Aloe Vera) প্রভাব খুব মৃদু হয় এবং এই জেল ত্বক আর্দ্র রাখতে পারে, তাই এটি একটি খুব ভাল প্রাকৃতিক মেকআপ রিমুভার হিসাবে প্রমাণিত।
advertisement
একজিমা ও সোরিয়াসিস দূর করে
এই জেলে এমন কিছু উপাদান আছে যা প্রদাহ দূর করে। তাই এই জেল একজিমা ও সোরিয়াসিসের মতো ত্বকের রোগ দূর করতে পারে।
প্রাকৃতিক শেভিং ক্রিম
অ্যালোভেরা ত্বক আর্দ্র রাখতে পারে এবং এর গঠন থকথকে, তাই এই জেল দিয়ে বাড়িতেই শেভিং ক্রিম তৈরি করে নেওয়া যায়। ১/৩ কাপ জেল, ১/৪ কাপ ক্যাসটাইল সোপ বা হ্যান্ড সোপ, ১ টেবিল চামচ আমন্ড অয়েল, ১/৪ কাপ ডিসটিলড উষ্ণ জল, ১ চা চামচ ভিটামিন ই-তেল, ৫ ফোঁটা ইউক্যালিপটাস তেল একটি ফোমিং বোতলে রাখতে হবে। ব্যবহার করার আগে ভাল করে ঝাঁকিয়ে নিতে হবে। এটি ছয় মাস ফ্রিজে রেখে দিতে হবে।
advertisement
ত্বক এক্সফোলিয়েট করে
এই জেলে আছে স্যালিসাইক্লিক অ্যাসিড যা খুব ভাল এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। এর মধ্যে হাফ কাপ জেল, ব্রাউন সুগার, ওট মিল বা হিমালয়ান সল্ট মিশিয়ে এই স্ক্রাব তৈরি করতে হবে।
advertisement
পোকামাকড় কামড়ালে কাজে দেয়
মশা বা অন্যান্য বিষাক্ত পোকা কামড়ালে সেখানে এই জেল লাগিয়ে দিলে খুব আরাম পাওয়া যায়। যদি পোকামাকড় কামড়ালে লাল দাগ হয় সেটাও কম করে।
আইব্রো জেল
এই জেলে মাস্কারা মিশিয়ে চোখের পাতায় লাগালে সেটা শক্ত হয়ে যায় এবং আইব্রো জেল হিসাবে কাজ করে।
advertisement
ফাটা গোড়ালি দূর করে
হাফ কাপ ওটমিল, হাফ কাপ কর্ন মিল, ৪ টেবিল চামচ অ্যালোভেরা, হাফ কাপ গন্ধ ছাড়া বডি লোশন মিশিয়ে পায়ে লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
অ্যালোভেরা স্মুদি
এই স্মুদি নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, সুগার নিয়ন্ত্রণে থাকে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Aloe Vera: বাগানে অ্যালোভেরা গাছ থাকলেই কেল্লা ফতে! নিজেকে ভাল রাখতে ব্যবহার করা যাবে দশ রকম উপায়ে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement