এ'বছর গরমের জন্য আদর্শ এই ৬টি রঙের লিপস্টিক
Last Updated:
যতই সাজুন, লিপস্টিক না লাগালে সাজ যেন সম্পূর্ণ হয় না। প্রতি বছর কিছু রং 'শেড অফ দ্য ইয়ার' হিসেবে উঠে আসে। ঋতু অনুযায়ী, লিপস্টিকের রং বদলায়। রইল, এ'বছর গরমকালের জন্য আদর্শ ছ'টি রং-
#কলকাতা: যতই সাজুন, লিপস্টিক না লাগালে সাজ যেন সম্পূর্ণ হয় না। প্রতি বছর কিছু রং 'শেড অফ দ্য ইয়ার' হিসেবে উঠে আসে। ঋতু অনুযায়ী, লিপস্টিকের রং বদলায়। রইল, এ'বছর গরমকালের জন্য আদর্শ ছ'টি রং-
১) নিউড লিপ- এখন টপ ট্রেন্ডে মিরর শাইন গ্লসি ঠোঁট। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে গায়িকা রিহান্নাকেও দেখা যায় নিউড কালারড লিপস্টিকে।
২) স্টেটমেন্ট রেড- অতি প্রাচীন হয়েও সদা তরুণ। যুগ যুগ ধরে, ঋতু-কাল নির্বিশেষে টুকটুকে লাল ঠোঁটের চাহিদা তুঙ্গে। তবে, গাঢ় লাল চড়া লাগলে, ক্রিমসন রং-ও ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
৩) ফ্লেমিঙ্গো পিংক- এ'বছর গরমে হিটলিস্টে বেবি পিংক। গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিয়ন পিংক বা ফ্লেমিঙ্গো পিংক শেড-ও পরতে পারেন।
৪) লাইল্যাক- গতবছর কান চলচ্চিত্র উৎসবে গাঢ় বেগুনি লিপস্টিক পরে সাড়া ফেলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তারপর থেকেই এই রঙের চাহিদা বেড়েছে। এ'বছরও ইন। তবে, সবাইকে এই রংটা মানায় না। সেক্ষেত্রে লাইল্যাক পরতে পারেন। ম্যাট আর গ্লসি দুটোই পারফেক্ট।
advertisement
৫) কমলা - চড়া রোদ্দুরকে চ্যালেঞ্জ ছুড়ে দিন গাঢ় কমলা রং-এর লিপস্টিক পরে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2018 5:41 PM IST