Bankura Tourism: রাসমঞ্চ থেকে জোড় বাংলা মন্দির—টেরাকোটার শহরে সময়ের পথচলা! জেনে নিন বিষ্ণুপুর ভ্রমণের সব তথ্য এক নজরে

Last Updated:

বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির।

+
রাস

রাস মঞ্চ

বিষ্ণুপুর, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি দেখলে আপনার চোখ কপালে উঠবে। এক একটা মন্দির যেন এক একটা “আর্কিটেকচারাল মার্ভেল”! বিষ্ণুপুর ঘুরতে আসলে অবশ্যই আপনাকে প্রথমে আসতে হবে রাসমঞ্চ। এই রাস মঞ্চে রয়েছে অনলাইন এবং অফলাইনে টিকিট কাটার ব্যবস্থা।
অনলাইনে টিকিট কাটলে ২০ টাকা, অফলাইনে কাটলে ২৫ টাকা। মোট তিনটি মন্দির ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা এই টিকিটের মাধ্যমে। তবে রাসমঞ্চ,জোর বাংলা এবং শ্যামরায় মন্দির ছাড়াও রয়েছে একটি দারুণ উদ্যান। এই উদ্যানের সম্পূর্ণ বিনামূল্যে সময় কাটাতে পারবেন। রয়েছেন একাধিক গাইড, সাড়ে চারশ টাকা দিয়ে বুক করে ফেলতে পারবেন গাইডদের। ইতিমধ্যেই পর্যটন মশরুম শুরু হতে চলেছে। তাই আগেভাগে জেনে নিন কীভাবে কী করবেন।
advertisement
আরও পড়ুন: মেয়েদের জিভ দিয়ে জল পড়ে! শীতের শুরুতে বাঁকুড়ায় পাওয়া যায়! সকলে কেনার জন‍্য পাগল
তিনটি মন্দিরই এক কথায় অসাধারণ এবং ঐতিহাসিক। রাসমঞ্চ, শ্যামরায় মন্দির এবং জোড় বাংলা মন্দির। তবে যে উদ্যানটির কথা বলা হচ্ছে সেটি অবস্থিত গড় দরজা এবং শ্যামরায় মন্দিরের মাঝে। ভারত সরকার দ্বারা সংরক্ষিত এই স্মৃতিস্তম্ভ যদি চোখের সামনে থেকে দেখেন তাহলে মনে হবে যেন অন্য জগতে প্রবেশ করেছেন। বিরাট ও বিশাল ফাঁকা জায়গার মধ্যে টেরাকোটা মন্দিরের কারুকার্য। রয়েছে নাট মঞ্চ রয়েছে তুলসী মঞ্চ।
advertisement
advertisement
আরও পড়ুন: লিখিত পরীক্ষা নেই, শুধু ইন্টারভিউ দিয়েই মোটা বেতনের চাকরি! শিক্ষক নিয়গের বিজ্ঞপ্তি জারি
মল্লভূম বিষ্ণুপুর! সত্যিই একটি অবাক করা জায়গা! ২০১৫ সালে দাঁড়িয়েও বিষ্ণুপুরের টেরাকোটার ইতিহাস অবাক করে সকলকে। হতভম্ব হয়ে যান মানুষ। সেই কারণেই শীতের মিষ্টি রোদে বাঁকুড়ার লাল মাটির বিষ্ণুপুরের পোড়া মাটির ইতিহাস খুঁজতে অবশ্যই চলে আসুন, নয়তো আজীবন আফসোস করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura Tourism: রাসমঞ্চ থেকে জোড় বাংলা মন্দির—টেরাকোটার শহরে সময়ের পথচলা! জেনে নিন বিষ্ণুপুর ভ্রমণের সব তথ্য এক নজরে
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement