Bankura Tourism: রাসমঞ্চ থেকে জোড় বাংলা মন্দির—টেরাকোটার শহরে সময়ের পথচলা! জেনে নিন বিষ্ণুপুর ভ্রমণের সব তথ্য এক নজরে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির।
বিষ্ণুপুর, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি দেখলে আপনার চোখ কপালে উঠবে। এক একটা মন্দির যেন এক একটা “আর্কিটেকচারাল মার্ভেল”! বিষ্ণুপুর ঘুরতে আসলে অবশ্যই আপনাকে প্রথমে আসতে হবে রাসমঞ্চ। এই রাস মঞ্চে রয়েছে অনলাইন এবং অফলাইনে টিকিট কাটার ব্যবস্থা।
অনলাইনে টিকিট কাটলে ২০ টাকা, অফলাইনে কাটলে ২৫ টাকা। মোট তিনটি মন্দির ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা এই টিকিটের মাধ্যমে। তবে রাসমঞ্চ,জোর বাংলা এবং শ্যামরায় মন্দির ছাড়াও রয়েছে একটি দারুণ উদ্যান। এই উদ্যানের সম্পূর্ণ বিনামূল্যে সময় কাটাতে পারবেন। রয়েছেন একাধিক গাইড, সাড়ে চারশ টাকা দিয়ে বুক করে ফেলতে পারবেন গাইডদের। ইতিমধ্যেই পর্যটন মশরুম শুরু হতে চলেছে। তাই আগেভাগে জেনে নিন কীভাবে কী করবেন।
advertisement
আরও পড়ুন: মেয়েদের জিভ দিয়ে জল পড়ে! শীতের শুরুতে বাঁকুড়ায় পাওয়া যায়! সকলে কেনার জন্য পাগল
তিনটি মন্দিরই এক কথায় অসাধারণ এবং ঐতিহাসিক। রাসমঞ্চ, শ্যামরায় মন্দির এবং জোড় বাংলা মন্দির। তবে যে উদ্যানটির কথা বলা হচ্ছে সেটি অবস্থিত গড় দরজা এবং শ্যামরায় মন্দিরের মাঝে। ভারত সরকার দ্বারা সংরক্ষিত এই স্মৃতিস্তম্ভ যদি চোখের সামনে থেকে দেখেন তাহলে মনে হবে যেন অন্য জগতে প্রবেশ করেছেন। বিরাট ও বিশাল ফাঁকা জায়গার মধ্যে টেরাকোটা মন্দিরের কারুকার্য। রয়েছে নাট মঞ্চ রয়েছে তুলসী মঞ্চ।
advertisement
advertisement
আরও পড়ুন: লিখিত পরীক্ষা নেই, শুধু ইন্টারভিউ দিয়েই মোটা বেতনের চাকরি! শিক্ষক নিয়গের বিজ্ঞপ্তি জারি
মল্লভূম বিষ্ণুপুর! সত্যিই একটি অবাক করা জায়গা! ২০১৫ সালে দাঁড়িয়েও বিষ্ণুপুরের টেরাকোটার ইতিহাস অবাক করে সকলকে। হতভম্ব হয়ে যান মানুষ। সেই কারণেই শীতের মিষ্টি রোদে বাঁকুড়ার লাল মাটির বিষ্ণুপুরের পোড়া মাটির ইতিহাস খুঁজতে অবশ্যই চলে আসুন, নয়তো আজীবন আফসোস করতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
November 02, 2025 7:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura Tourism: রাসমঞ্চ থেকে জোড় বাংলা মন্দির—টেরাকোটার শহরে সময়ের পথচলা! জেনে নিন বিষ্ণুপুর ভ্রমণের সব তথ্য এক নজরে
