Bankura News: ভাঙা প্লেটের উপর খোদাই করে দুই ইঞ্চির দুর্গা প্রতিমা, তাক লাগাচ্ছেন ৭৭-এর বৃদ্ধ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
পাথরের প্লেট খোদাই করে দুই ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছেন ৭৭ বছরের সমরেন্দু মিশ্র। তিনি বিনামূল্যে বহু আগ্রহীদের প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর বাড়িতে বহু ছেলেমেয়ে আসেন আর্টের কাজ শিখতে
বিষ্ণুপুর, বাঁকুড়া: ভোর চারটে বাজলেই বিভিন্ন সরঞ্জাম আর চায়ের ফ্লাক্স নিয়ে বসে পড়েন ৭৭ বছরের বৃদ্ধ। সারাদিন এই কাজ নিয়েই পড়ে থাকেন তিনি। বয়সকে হার মানিয়ে যেভাবে তিনি কাজ করে চলেছেন, তাতে অবাক হবেন! ফেলে দেওয়া প্লেট, শ্লেট দিয়ে বানিয়ে চলেছেন একের পর এক তাক লাগানো পুতুল বা স্ট্যাচু! খড় দিয়ে বানাচ্ছেন বিভিন্ন রকমের ছবি ও টেরাকোটার আদলের ঘোড়া।
বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের বাসিন্দা ৭৭ বছরের সমরেন্দু মিশ্র। তাঁকে এলাকায় সামু দাদা নামেই চেনে সবাই। বয়সকে হার মানিয়ে নিজের কাজ করে চলেছেন। ভোর চারটে থেকে বসে পড়েন কাজে, তাঁর সঙ্গী চায়ের ফ্লাক্স। মাঝেমধ্যে শরীরকে রেস্ট দেওয়ার জন্য বাড়ির চত্বরে ফুল গাছের রক্ষণাবেক্ষণ করেন।
সমরেন্দু মিশ্র স্কুল জীবন থেকেই বিভিন্ন রকমের শৈল্পিক কাজ করে চলেছেন। হঠাৎ করে তাঁর মনে হয়, খড় দিয়ে কিছু বানাবেন। প্রথমে ছোট ছবি, তারপর ছোট ছোট পুতুল বা স্ট্যাচু বানালেন। এখন তিনি খড় দিয়ে বিভিন্ন রকমের ছবি ও মূর্তি বানাচ্ছেন। বিশেষ করে নজর কাড়ছে টেরাকোটার আদলের ঘোড়া। এছাড়াও তিনি স্লেট খোদাই করে বিভিন্ন রকমের মূর্তি বানাচ্ছেন।
advertisement
advertisement
পাথরের প্লেট খোদাই করে দুই ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছেন ৭৭ বছরের সমরেন্দু মিশ্র। তিনি বিনামূল্যে বহু আগ্রহীদের প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর বাড়িতে বহু ছেলেমেয়ে আসেন আর্টের কাজ শিখতে।
অনিকেত বাউরি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 3:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura News: ভাঙা প্লেটের উপর খোদাই করে দুই ইঞ্চির দুর্গা প্রতিমা, তাক লাগাচ্ছেন ৭৭-এর বৃদ্ধ