Shantiniketan Tourism: সপ্তাহান্তের লম্বা ছুটিতে শান্তিনিকেতনে যাচ্ছেন? জেনে নিন পর্যটকদের নতুন আকর্ষণ নিয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shantiniketan Tourism: এই ভবনে রয়েছে দুই বাংলার ইতিহাসের মূল্যবান নথি, মুজিবুর রহমানের প্রতিকৃতি-সহ বাংলাদেশের স্বাধীনতার একাধিক স্মৃতি, ভাস্কর্য, বই প্রভৃতি৷ রয়েছে একটি গ্রন্থাগার, সংগ্রহশালা, গবেষণাগার, প্রেক্ষাগৃহ৷
বীরভূম,সৌভিক রায়: ২০১৭ সালে শান্তিনিকেতনে পূর্বপল্লীর পিছনের মাঠে ১ লক্ষ ৪০ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল আন্তর্জাতিক বাংলাদেশ ভবন ৷ বাংলাদেশ সরকারের ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই ভবন৷ দুই বাংলার সংহতির প্রতীক এই ভবনের নকশা নিজে হাতে তৈরি করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
এর ঠিক পরের বছর অর্থাৎ ২০১৮ সালের ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের উদ্বোধন করেছিলেন৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে কী রয়েছে এই সংগ্রহশালার মধ্যে! এই ভবনে রয়েছে দুই বাংলার ইতিহাসের মূল্যবান নথি, মুজিবুর রহমানের প্রতিকৃতি-সহ বাংলাদেশের স্বাধীনতার একাধিক স্মৃতি, ভাস্কর্য, বই প্রভৃতি৷ রয়েছে একটি গ্রন্থাগার, সংগ্রহশালা, গবেষণাগার, প্রেক্ষাগৃহ৷
advertisement
তবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আন্তর্জাতিক এই বাংলাদেশ ভবন। প্রসঙ্গত গত বছরের জুলাই মাস থেকে চাকরি ক্ষেত্রে সংরক্ষণের দাবিতে উত্তাল হয়েছিল বাংলাদেশ ৷ বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ভাঙচুর করা মুজিবুর রহমানের মূর্তি, ভাস্কর্য৷
advertisement
আরও পড়ুন : ঘন জঙ্গলের ভিতরে প্রাচীন মন্দিরে ঘুরে বেড়ায় হরিণ-ময়ূর, উইকএন্ডে বেড়াতে আসুন ঘরের পাশেই আরশিনগরের মায়াবি দুনিয়ায়
ওপার বাংলায় হাসিনা সরকারের পতনের পর থেকেই এপার বাংলায় আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের সংগ্রহশালা সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এখনও বন্ধ এই সংগ্রহশালা৷ যদিও উপাচার্য জানান একদিকে যেমন বোলপুর শান্তিনিকেতন হেরিটেজ সাইটগুলি পর্যটকদের জন্য খুলে দিয়ে ‘হেরিটেজ ওয়াক ‘ চালু করা হয়েছে ঠিক তেমনই চলতি বছরের মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বাংলাদেশ ভবন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 1:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shantiniketan Tourism: সপ্তাহান্তের লম্বা ছুটিতে শান্তিনিকেতনে যাচ্ছেন? জেনে নিন পর্যটকদের নতুন আকর্ষণ নিয়ে