Baby Doll: যেটা ভাবছেন সেটা নয়, এই গাছ রাখুন বাড়িতে, বেবিডলে ছুমন্তর সাপ, পোকমাকড়ের কামড়েও মহৌষধ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Baby Doll: বাড়িতে আছে নাকি বেবি ডল প্ল্যান্ট? জানেন এই গাছের উপকারিতা
উত্তর দিনাজপুর: চকচকে সবুজ পাতা আছে এবং দ্রুত বৃদ্ধি পায় এমন একটা গাছ অনেকেরই খুব পছন্দ করে। যারা সবুজ গাছপালা বাড়িতে রাখতে পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ গাছ হল চায়না ডল প্লান্ট বা বেবিডল গাছ! এটি রাডারমাচেরা সিনিকা প্রজাতির একটি গাছ।
এই গাছ সাধারণত দক্ষিণ চিন বা তাইওয়ানের উপ-ক্রান্তীয় পাহাড়ি এলাকায় বিশেষ করে পাওয়া যায়। চিনে এই গাছ বেশি পরিমাণে পাওয়া যাওয়ায় এই গাছ চায়না বেবি প্ল্যান্ট নামে পরিচিত।
এই গাছের ফুলগুলি মূলত সাদা রঙয়ের হয়।এই গাছগুলি একটি দুর্দান্ত ইনডোর এবং আউটডোর প্লান্ট। চায়না ডল প্লান্ট একটি দ্রুত বর্ধনশীল চিরহরিৎ উদ্ভিদ। এই গাছে সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় না ফলে বাড়ির যে কোন প্রান্তে এই গাছ আপনি লাগাতে পারেন। এই চায়না ডল গাছের কি কি বিশেষত্ব রয়েছে কেন এই গাছ বাড়িতে রাখবেন জানেন কি? এই গাছের ব্যাপারে গাছ বিশেষজ্ঞ তারা প্রসাদ বাবু জানিয়েছেন বিস্তৃত৷
advertisement
advertisement
আরও পড়ুন – Shani Mangal Sanjog: মহা ক্ষতির সুনামি যেন সাক্ষাৎ দাঁড়িয়ে দরজায়, শনি-মঙ্গল সংযোগে তোলপাড়
ক্ষতিকারক নয়: এই গাছ মানুষ বা পোষ্য জীব জন্তুদের জন্য একেবারেই বিপদজনক নয়। বরং এটি পশু পাখি ও পরিবেশের জন্যও উপকারী একটি গাছ।
পরিশোধনের কাজ করে: আপনার বাড়িতে বিষাক্ত পদার্থের গ্যাস বা বাতাসকে পরিশুদ্ধ করে এই চায়না ডল গুলি।
advertisement
কম রক্ষণাবেক্ষণ যুক্ত গাছ: যারা গাছপালার প্রতি খুব বেশি সময় দিতে পারেন না। তারা এই কম রক্ষণাবেক্ষণ যুক্ত গাছ নিজের বাড়িতে রাখতে পারেন।
স্ট্রেস কমানো: চায়না ডল প্ল্যান্ট মানসিক চাপ কমাতেও ভীষণ গুরুত্বপূর্ণ। স্ট্রেস মুক্ত হতে আপনি এই গাছের সান্নিধ্যে আসতে পারেন।
সাপের বিষের প্রতিকারক: এ বেবি ডল এই গাছ থেকেও উৎপাদিত তেল সাপের বিষ প্রতিরোধে ও ভীষণ কার্যকরী।
advertisement
বিষাক্ত পোকামাকড়ের বিষ থেকে রক্ষা : বিষাক্ত যে কোন পোকামাকড়ের বিষ থেকেও রক্ষা করে এই গাছের রস। ইনডোর কিংবা আউটডোর যে কোন প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এই গাছ। শুধু তাই নয় এই বেবি ডল গাছের ফুল দিয়ে কেক কিংবা বিভিন্ন ধরনের খাবারও ডেকোরেট করা হয়। তাই বাড়িতে আপনিও রাখতে পারেন এই ধরনের একটি সুন্দর ও উপকারি একটি বেবি ডল প্যান্ট।
advertisement
Piya Gupta
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 2:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baby Doll: যেটা ভাবছেন সেটা নয়, এই গাছ রাখুন বাড়িতে, বেবিডলে ছুমন্তর সাপ, পোকমাকড়ের কামড়েও মহৌষধ