Baby Diaper: ডায়াপার এমন হলে তবেই সারা রাত ঘুমোবে শিশু, সদ্যোজাতর জন্য উপযুক্ত কোনগুলি?

Last Updated:

Best Diaper For your Babies Delicate Skin: শিশু বিশেষজ্ঞরা বলেন, মসৃণ এবং হাওয়া চলাচল করতে পারে এমন ডায়াপারই সদ্যোজাতর জন্য উপযুক্ত।

ডায়াপার এমন হলে তবেই সারা রাত ঘুমোবে শিশু (Representative Image)
ডায়াপার এমন হলে তবেই সারা রাত ঘুমোবে শিশু (Representative Image)
কলকাতা: সদ্যোজাত শিশুর ত্বক অত্যন্ত কোমল। তাই ডায়াপার বাছতে হয় সাবধানে। খেয়াল রাখতে হয়, যাতে ঘষা লেগে জ্বালা না করে। শিশু বিশেষজ্ঞরা বলেন, মসৃণ এবং হাওয়া চলাচল করতে পারে এমন ডায়াপারই সদ্যোজাতর জন্য উপযুক্ত।
দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে রাখার কারণে অনেক সময় ত্বকে অ্যালার্জি হয়। তাই হাইপোঅ্যালার্জেনিক বৈশিষ্ট রয়েছে কি না, কেনার সময় খেয়াল রাখতে হবে তাও। সঙ্গে দেখে নিতে হবে ভেজাভাব যেন সম্পূর্ণ শুষে নেওয়ার ক্ষমতা থাকে। শিশুর শুষ্ক ও স্বাস্থ্যকর ত্বকের জন্য এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
এই সব বিষয়গুলি মাথায় রেখেই প্যান্ট স্টাইলের ডিজপোজেবল ডায়াপার নিয়ে এল ইউনিচার্মের MamyPoko Pants। শুক্রবার কলকাতায় নতুন ডায়াপারের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু হল ‘পাওয়ার অফ ডিপ স্লিপ’ ক্যাম্পেইন (Power Of Deep Sleep Campaign)। উপস্থিত ছিলেন ইউনিচার্ম ইন্ডিয়ার সিনিয়র সেলস ডিরেক্টর আশিস কুমার ভার্মা, মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট তোশিউকি নাকামুরা এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
advertisement
Toshiyuki Nakamura and Ashish Kumar Verma with Actress Priyanka Sarkar Toshiyuki Nakamura and Ashish Kumar Verma with Actress Priyanka Sarkar
এই ডায়াপারে রয়েছে জল শুষে নেওয়ার জন্য ক্রিসক্রস শিট, লিকেজ প্রতিরোধে দ্বিগুণ সুরক্ষাযুক্ত ফ্লেক্সি ফিট টেকনোলজি এবং নারকেলের নির্যাস থেকে বানানো শিট, যা সারা রাত ত্বক শুষ্ক রাখে। এর এক্সট্রা অ্যাবজর্ব ডায়াপার ১২ ঘণ্টা পর্যন্ত শুকনো থাকে, ফলে শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটে না, যা তাদের সামগ্রিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
ইউনিচার্ম ইন্ডিয়ার সিনিয়র সেলস ডিরেক্টর আশিস কুমার ভার্মা বলেন, “পশ্চিমবঙ্গে ‘পাওয়ার অফ ডিপ স্লিপ’ ক্যাম্পেইন শুরু করতে পেরে আমরা খুশি। বাংলা বড় বাজার। এই রাজ্যের বৈচিত্রময় এবং গতিশীল প্রকৃতি সংস্থার বৃদ্ধিতে বড় অবদান রাখতে পারে। তাই পাওয়ার অফ ডিপ স্লিপ’ ক্যাম্পেইন শুরু করার জন্য পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছি আমরা। শিশুদের নিশ্চিন্ত ঘুমের জন্য আরামদায়ক ডায়াপার তৈরি করাই আমাদের লক্ষ্য, যাতে তাদের ত্বকের কোনও ক্ষতি না হয়।’’
advertisement
সংস্থার মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট তোশিউকি নাকামুরা জোর দেন শিশুদের ঘুমের প্রয়োজনীয়তার উপর। তিনি বলেন, “শিশুদের সামগ্রিক বিকাশের জন্য গভীর ঘুম গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে MamyPoko Extra Absorb মায়েদের বিশ্বস্ত সঙ্গী হতে চলেছে। আমি নিশ্চিত ‘পাওয়ার অফ ডিপ স্লিপ ক্যাম্পেইন’ সারা দেশের মা-বাবাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।’’
advertisement
একই সুর শোনা গেল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের মুখে। তিনি বললেন, “সন্তানকে শান্তিতে ঘুমোতে দেখা একজন মায়ের জীবনের সবচেয়ে বড় তৃপ্তি। সন্তানের নিশ্চিন্তে ঘুমানো অগ্রাধিকার পায় সব মায়ের কাছেই। কারণ সামগ্রিক বৃদ্ধির জন্য এটা গুরুত্বপূর্ণ। কিন্তু সবসময় তা ঘটে না। এখানেই এই নির্ভরযোগ্য ডায়াপার ব্র্যান্ডের ভূমিকা অপরিহার্য হয়ে ওঠে।’’
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baby Diaper: ডায়াপার এমন হলে তবেই সারা রাত ঘুমোবে শিশু, সদ্যোজাতর জন্য উপযুক্ত কোনগুলি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement