Home /News /life-style /
Nail Art : বর্ণময় অর্পিতার আগ্রহ নেল আর্টেও! কী এই সাজ, এর জন্য কীভাবে যত্ন নেবেন নখের, জানুন

Nail Art : বর্ণময় অর্পিতার আগ্রহ নেল আর্টেও! কী এই সাজ, এর জন্য কীভাবে যত্ন নেবেন নখের, জানুন

অর্পিতার ছবি ফেসবুক থেকে, এবং নেল আর্টের ছবি ফাইল চিত্র

অর্পিতার ছবি ফেসবুক থেকে, এবং নেল আর্টের ছবি ফাইল চিত্র

Nail Art : ফ্যাশনেবল অর্পিতার নেল আর্টেও আগ্রহ আছে

 • Share this:

  এসএসসি দুর্নীতি কাণ্ডে এখন শিরোনামে অর্পিতা মুখোপাধ্যায়৷ চর্চিত তাঁর রঙিন জীবনও৷ তাঁর ফেসবুক বলছে তরুণীর জীবন বর্ণময়৷ অবশ্য মডেলিং তথা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলে জীবন রঙিন হওয়ার সম্ভাবনাই বেশি৷ বেশ কিছু বাংলা, ওড়িয়া ও দক্ষিণী ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ ইদানীং মন দিয়েছিলেন প্রযোজনাতেও৷ পাশাপাশি তিনি বেড়াতে যেতে এবং সাজতেও ভালবাসেন৷ ফ্যাশনেবল অর্পিতার নেল আর্টেও আগ্রহ আছে৷

  নেল আর্ট হল হাত ও পায়ের নখকে চিত্রিবিচিত্র করে সাজানো৷ একাধিক নেলপলিশের রঙের সঙ্গে মিলিয়ে মিশিয়ে বসানো হয় নানারকম সাজ-উপকরণও৷ তবে নেল আর্টের জন্য কিন্তু নখের যত্ন নিতে হয় ৷ না হলে নেল আর্ট করা যাবে না৷ করলেও দেখতেও ভাল লাগে না৷ কী করে যত্ন নেব নেল আর্টের জন্য? আসুন, জেনে নিই-

  # নখকে এবড়ো খেবড়ো ভাবে বাড়তে দেবেন না৷ নিয়মিত ট্রিম করুন নখ৷ সব সময় স্নানের পর নখ কাটুন ৷ তখন নখ নরম থাকে ৷ প্রতি বার নখ কাটার পর ফাইল করতে ভুলবেন না৷ নেইল কিটের সাজ সরঞ্জাম নিয়মিত জীবাণুমুক্ত করুন ৷

  আরও পড়ুন : টাকা ছুঁতে, গুনতে এমনকি খরচ করতেও তীব্র অনীহা ও আতঙ্ক! জানুন সেই ফোবিয়ার কথা

  # কমদামী নেল পলিশ ব্যবহার করবেন না৷ নামী সংস্থার নেলপলিশ ব্যবহার করুন ৷ নিম্নমানের নেল পলিশ ব্যবহার করলে নখে হলুদ প্রলেপ পড়তে পারে ৷

  # নেল পলিশের মতো নেল রিমুভারও নামী সংস্থার ব্যবহার করুন ৷ নেল পলিশ পরার সময় বেস কোট, টপ কোট ব্যবহার করুন ৷

  # নখ নিয়মিত ময়শ্চারাইজ করুন ৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে নখে ভাল করে ক্রিম মাখুন৷ আমন্ড বা অ্যাভোকাডো অয়েল নখে লাগান ৷ কিউটিকল ময়শ্চারাইজার রাখুন হাতের কাছে৷

   

  আরও পড়ুন :  উদ্বেগ বাড়িয়ে মাঙ্কিপক্সের নতুন ৩ লক্ষণ খুঁজে পেলেন বিশেষজ্ঞরা, এখনই সতর্ক না হলে বিপদ

  # ডায়েটে রাখুন প্রোটিন, ওমেগা থ্রি, ভিটামিন এ, বি এবং সি জাতীয় খাবার৷ এতে নখ ভাল থাকবে ৷

  # নখ শুকনো রাখার চেষ্টা করবেন ৷ স্নান, সাঁতার কাটা বা জলের অন্যান্য কাজের পর নখ খুব ভাল করে মুছে নিন৷

  # দাঁত দিয়ে নখ কাটার বদ অভ্যাস সম্পূর্ণ ত্যাগ করুন

  # বর্ষায় নখকুনির সমস্যা খুব প্রচলিত ৷ সেদিকে নজর রাখুন৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Arpita Mukherjee, Nail art

  পরবর্তী খবর