April Fools' Day: বোকা বানানোর দিন! কেন পালিত হয় এপ্রিল ফুল দিবস? জানুন এর ইতিহাস

Last Updated:

April Fools' Day History: সম্ভবত ফ্রান্সে ১৫৮২ সালের দিকে শুরু হয়েছিল এপ্রিল ফুল দিবস উদযাপন।

জানেন, কেন পালিত হয় এপ্রিল ফুল দিবস?
জানেন, কেন পালিত হয় এপ্রিল ফুল দিবস?
নয়াদিল্লি: এপ্রিল ফুল বলতেই মনে পড়ে সেই জনপ্রিয় গানটি! “এপ্রিল ফুল বানায়া তো উনকো গুসুসা আয়া!” সত্যিই তো, এমন রেগে যাওয়ার কী অর্থ! কত শতাব্দী ধরে এই দিনটি উদযাপন করে আসছে কত মানুষ। আমাদের বড় হওয়ার সঙ্গে জুড়ে রয়েছে এই বিশেষ দিন। বোকা বানানোর দিন, তবে ক্ষতি করার জন্য না। হাসতে সময় না পাওয়ার ব্যস্ত দিনে এক পশলা হাসির জন্য এই উদযাপন। বন্ধু এবং পরিবারের সঙ্গে ইয়ার্কি-মজার দিন এপ্রিল ফুল। কিন্তু কেন আস্ত একটা দিন বোকা বানানোর জন্য তৈরি করা হয়েছে? এই দিনের উৎপত্তি নিয়ে রহস্যের খামতি নেই। এমনকী ইতিহাসবিদদের কাছেও এই দিনটি ঠিক কবে থেকে উদযাপন শুরু হয়েছিল, তার সদুত্তর নেই। বেশিরভাগেরই অনুমান ১৬ শতকে জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তনের সময় থেকে এই দিনটি পালন করা হচ্ছে।
আরও পড়ুন - ব্লাড সুগার থেকে বাঁচতে চান? মেনে চলুন এই কয়েকটি টোটকা, রক্তে চিনি কমবেই
সম্ভবত ফ্রান্সে ১৫৮২ সালের দিকে শুরু হয়েছিল এপ্রিল ফুল দিবস উদযাপন। তখনই কাউন্সিল অফ ট্রেন্ট জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন শুরু করে। ক্যালেন্ডারের পুরোনো সংস্করণে, বছর শুরু হত ১ এপ্রিলের কাছাকাছি। তাই, যখন ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছিল, কিছুজন মার্চের শেষ সপ্তাহ থেকে ১ এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করতে থাকে। পুরনো নিয়মে অভ্যস্তদের নিয়ে ঠাট্টা করতেই নাকি এই দিনটি পালন হয়েছিল প্রথম। আর এভাবেই মানুষ এপ্রিল ফুল দিবস পালন শুরু করে।
advertisement
অনেকে আবার এই দিনটির সূচনা খুঁজে পায় প্রাচীন রোমের একটি উত্সবে। উৎসবের নাম ছিল হিলারিয়া (ল্যাটিন ভাষায় আনন্দ)। মানুষ ছদ্মবেশে নানান আজব পোশাক পরে সহ নাগরিকদের নিয়ে ঠাট্টা করে এই দিনটিকে পালন করত।
advertisement
মিশরের পৌরাণিক কাহিনির সঙ্গেও এপ্রিল ফুল দিবসের একটি সম্পর্ক রয়েছে। তবে দিনটির উৎপত্তি যাই হোক না কেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হাসিয়ে চলেছে এই দিনটি। বসন্ত বিষুবের খুব কাছাকাছিই পড়ে এই দিনটি। উত্তর গোলার্ধে গ্রীষ্মকে স্বাগত জানানোর সময়টিকেও উদযাপন করা হয় আনন্দের মেজাজে।
advertisement
এই দিনে রসিকতা এবং কৌতুক পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। টেলিভিশন শো এবং বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডি শো এই দিনটিকে আরও জমজমাট করে তোলে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
April Fools' Day: বোকা বানানোর দিন! কেন পালিত হয় এপ্রিল ফুল দিবস? জানুন এর ইতিহাস
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement