Viral: পুত্রবধূর কসমেটিক্সে সাজছেন শাশুড়ি! বাড়িতেও থাকছেন মেকআপ করেই! শাশুড়ি-বউয়ের ঝগড়া থামাতে নাজেহাল পুলিশ

Last Updated:

Viral: বধূর অভিযোগ, তাঁর সব প্রসাধনী ব্যবহার করেন শাশুড়ি। এবং এই ব্যাপারে স্বামী সমর্থন করেন তাঁর মাকেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা
আজব অভিযোগে নাজেহাল আগ্রার পুলিশ। শেষে তাঁদের কাছে এসে পৌঁছেছে শাশুড়ি বউয়ের তরজা। ঝগড়ার কেন্দ্রে প্রসাধনী। অভিযোগ, পুত্রবধূর কসমেটিক্স ব্যবহার করেছিলেন শাশুড়ি। সেই ঘটনা কেন্দ্র করে চরমে পৌঁছয় দু’জনের ঝামেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। থানায় পৌঁছনর পর দু’ পক্ষকেই বোঝানো হয়। দেওয়া হয় পরবর্তী হাজিরার তারিখ। বধূর অভিযোগ, তাঁর সব প্রসাধনী ব্যবহার করেন শাশুড়ি। এবং এই ব্যাপারে স্বামী সমর্থন করেন তাঁর মাকেই।
দীর্ঘ দিন ধরেই পরিবারে এই নিয়ে ঝামেলা চলছে। অভিযোগ, স্বামী ও শাশুড়ির হাতে প্রহৃতও হন ওই তরুণী। পারিবারিক কাউন্সেলিং করানোর জায়গায় গিয়েও প্রথমে মধ্যস্থতা করান তাঁরা। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ফলে শাশুড়ি বউয়ের ঝামেলা দেখতেই হত আগ্রার মালপুরা থানার ফতেহাবাদ এলাকার বাসিন্দাদের। প্রসঙ্গত এই এলাকাতেই দু’ ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে দু’ বোনের।
advertisement
advertisement
বড় ভাই জুতো সারাই করেন। ছোট ভাই টাইলস বসানোর কাজ করেন। বড় পুত্রবধূর অভিযোগ, তাঁর মেকআপ বক্স খুলে ক্রিম, পাউডার ব্যবহার করেন শাশুড়ি। এমনকি, বাড়িতেও তিনি সেজেগুজে থাকেন বলে তরুণীর অভিযোগ। পুত্রবধূর দাবি, শাশুড়ি যেন বাড়িতে থাকার সময় অন্তত মেকআপ না করেন, এই আর্জি জানিয়েছিলেন তিনি। তার পরই শাশুড়ি ও স্বামী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। গত দু’ মাস ধরে তিনি তাঁর বাবা মায়ের সঙ্গেই থাকছেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: পুত্রবধূর কসমেটিক্সে সাজছেন শাশুড়ি! বাড়িতেও থাকছেন মেকআপ করেই! শাশুড়ি-বউয়ের ঝগড়া থামাতে নাজেহাল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement