মাস্ক না পেয়ে নিজের অর্ন্তবাস মুখে লাগিয়ে ঘুরলেন যুবক ! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মাস্ক না পেয়ে মুম্বইয়ের এক গাড়ির চালক যা করলেন তা সত্যিই অবাক করে।
#মুম্বই: সারা দেশ করোনা যুদ্ধে সামিল। ভাইরাসকে আটকাতে ২১ দিনের জন্য দেশবাসীকে করা হয়েছে গৃহবন্দি। এছাড়া করোনা প্রতিরোধের অন্য কোনও রাস্তা আপাতত খোলা নেই। এখনও এই ভাইরাসের কোনও টিকা আবিষ্কার হয়নি। নেই সঠিক চিকিৎসা। তাই মানুষকে গৃহবন্দি অবস্থায় থাকতে বাধ্য করা হয়েছে। করোনার জন্য মানুষকে মাস্ক পরতে বলা হয়েছে। স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে বলা হচ্ছে। কিন্তু বাজারে দেখা নেই মাস্ক বা স্যানিটাইজারের।
মাস্ক না পেয়ে মুম্বইয়ের এক গাড়ির চালক যা করলেন তা সত্যিই অবাক করে। মাস্ক না পেয়ে ওই গাড়ির চালক নিজের অর্ন্তবাস দিয়ে নাক মুখ ঢেকেই রাস্তায় বেরিয়ে গেলেন। লোকজন মাস্কের বদলে নাকে অর্ন্তবাস দেখে চেপে ধরে ব্যক্তিকে। সে জানায় মাস্ক না থাকায় সে এই কাজ করেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2020 11:49 PM IST

