Bangla News| Exercise|| আলস্যের জন্য শরীরচর্চায় রুচি নেই? বাড়িতে চেয়ারে বসেও দিব্যি করা যায় 'এই' এক্সারসাইজ...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Lifestyle| Exercise: বাড়ি বসে এক্সারসাইজ করার জন্য অতিরিক্ত পরিশ্রম লাগে। প্রথমে এক্সারসাইজের জন্য একটি নির্ধারিত স্থান খুঁজে পেতে হবে, ব্যায়াম করার জন্য ম্যাট বের করতে হবে, সরঞ্জাম প্রস্তুত করতে হবে এবং তার পরেও সমস্যার শেষ হয় না।
#কলকাতা: যে যাই বলুক, বাড়ি বসে এক্সারসাইজ করার জন্য অতিরিক্ত পরিশ্রম লাগে। প্রথমে এক্সারসাইজের জন্য একটি নির্ধারিত স্থান খুঁজে পেতে হবে, ব্যায়াম করার জন্য ম্যাট বের করতে হবে, সরঞ্জাম প্রস্তুত করতে হবে এবং তার পরেও সমস্যার শেষ হয় না। কখনও সন্তান চলে আসবে বা কখনও পোষ্যকে খাবার দেওয়ার সময় যাবে।
তার চেয়ে যদি এমন হয় যে চেয়ারে বসে জুম কল করতে করতেই কিছু এক্সারসাইজ করে নেওয়া যায়? অর্থাৎ সাপও মরল কিন্তু লাঠি ভাঙল না।
জলের বোতল দিয়ে বাইসেপ কার্ল: জলের বোতলগুলি ডাম্বেল হিসাবে ব্যবহার করতে হবে এবং চেয়ারে বসে কিছু বাইসেপ এবং ট্রাইসেপস কার্ল করতে হবে। এই এক্সারসাইজ করলে হাতের আকার ভালো থাকবে।
advertisement
advertisement
*ওয়াল সিটস: চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়াতে হবে। এবার মনে করতে হবে যেন একটা চেয়ারে বসে আছেন। সেই ভাবে দেওয়ালে ঠেস দিয়ে বসতে হবে হাঁটু ভাঁজ করে। উঠে দাঁড়িয়ে আবার এই পোজ রিপিট করতে হবে। এরকম কিছুক্ষণ করে আবার কাজের জায়গায় ফিরে যেতে হবে।
*ধ্যান বা মেডিটেশন: শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে। একটি নির্দিষ্ট সময় ধরে এটা করতে হবে। অনেকেই বলেন যে ধ্যান করার সময় কোনও কিছু চিন্তা করা উচিত নয়। যদিও এটা ঠিক নয়। মন অশান্ত থাকলে বা কোনও জট পাকানো চিন্তা থাকলে সেটাকে ধ্যানের সময় নিয়ন্ত্রণ করা যায়।
advertisement
*বাটারফ্লাই উইংস: এই এক্সারসাইজে ঘাড় ও পিঠের ব্যথায় কাজ দেয়। হাত ভাঁজ করে আঙুল কাঁধে স্পর্শ করতে হবে। এবার কনুই ভাঁজ করা অবস্থাতেই ঘড়ির কাঁটার দিকে চক্রাকার ভাবে পাঁচবার এবং বিপরীতে পাঁচবার করে ঘোরাতে হবে।
*শোলডার শ্রাগ: ট্র্যাপেজিয়াস পেশিতে যদি কোনও সমস্যা থাকলে এই এক্সারসাইজ কাজে আসে। কাঁধ দু'টো তুলে কানের কাছে নিয়ে আসতে হবে। কিছুক্ষণ ওরকম অবস্থায় রেখে আবার কাঁধ নামিয়ে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। এই পদ্ধতি বেশ কয়েকবার রিপিট করতে হবে। তবে এই এক্সারসাইজ করতে করতে কাজ না করলেই ভালো। বরং এক্সারসাইজ শেষ করে তবেই কাজ শুরু করলে ভালো হয়!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2021 4:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bangla News| Exercise|| আলস্যের জন্য শরীরচর্চায় রুচি নেই? বাড়িতে চেয়ারে বসেও দিব্যি করা যায় 'এই' এক্সারসাইজ...