Hairstyle: তারকাদের মতো চুলের স্টাইল করুন নিজেই! রইল জমকালো ৫ হেয়ারস্টাইলের সাত-সতেরো

Last Updated:

Hairstyle: করবা চৌথে সাজগোজের দিকেই মনোযোগ থাকে সবচেয়ে বেশি। কোন পোশাক পরবেন, তার সঙ্গে কোন গয়না মানাবে, মেক আপ কেমন হবে ইত্যাদি। কিন্তু অন্যরকম লুকের জন্য শুধু একটা জিনিসই লাগে। সেটা হল হেয়ারস্টাইল।

তারকাদের মতো চুলের স্টাইল করুন নিজেই! রইল জমকালো ৫ হেয়ারস্টাইলের সাত-সতেরো
তারকাদের মতো চুলের স্টাইল করুন নিজেই! রইল জমকালো ৫ হেয়ারস্টাইলের সাত-সতেরো
সামনেই দীপাবলি। তার আগে লক্ষ্মীপুজো। আবার মহিলাদের জন্য করবা চৌথ একটি বিশেষ দিন।  উত্‍সবের মরশুমের রেশ কাটছেই না। এই সময় সুন্দর সাজগোজের দিকেই মনোযোগ থাকে সবচেয়ে বেশি। কোন পোশাক পরবেন, তার সঙ্গে কোন গয়না মানাবে, মেক আপ কেমন হবে ইত্যাদি। কিন্তু অন্যরকম লুকের জন্য শুধু একটা জিনিসই লাগে। সেটা হল হেয়ারস্টাইল।
পোশাকের সঙ্গে হেয়ারস্টাইল হতে হবে মানানসই। তবেই চেহারা হয়ে উঠবে অনন্যা। সুতরাং করবা চৌথের দিন অন্যরকম এবং সর্বাঙ্গসুন্দর হয়ে উঠতে চাইলে হেয়ারস্টাইল ঠিক করতে হবে। এই উত্‍সবে কী কী ধরণের হেয়ার স্টাইল করা যায়? এখানে তারই কিছু উদাহরণ দেওয়া হল।
advertisement
advertisement
ব্রেইডেড বান: ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল বললে সবার আগে ব্রেইডেড বানের নামই আসবে। এতে সবার প্রথমে বিনুনি করা হয়। তারপর তা দিয়ে করা হয় খোঁপা। খোঁপায় পুঁতি বা ফুলের মালা দেওয়া যায়, এতে সৌন্দর্য একধাক্কায় বেড়ে যাবে অনেকটা।
সাধারণ বান সঙ্গে গজরা: একেবারে চিরাচরিত সাজ। আলগা হাতে সাধারণ খোঁপার কোনও তুলনা হয় না। চুল টানটান করে আঁচড়ে খোঁপা। ব্যস, তাতে এবার জড়িয়ে দিতে হবে গজরা। এর মতো মোহময়ী সাজ সত্যিই নেই।
advertisement
ওপেন হেয়ার কার্ল: করবা চৌথের দিন যাঁরা চুল খোলা রাখতে চান, কিন্তু কী হেয়ারস্টাইল করবেন বুঝতে পারছেন না, তাঁদের জন্য ওপেন হেয়ার কার্ল আদর্শ। শুধু দুটো সরু বিনুনি মাথার পিছন দিকে বেঁধে দিতে হবে। বাকি চুল খোলা থাকবে। বিনুনি বন্ধনে একটা ফুল গুঁজে দেওয়া যায়। দেখতে আরও সুন্দর লাগবে। এই ধরণের হেয়ারস্টাইলের বিদেশি লুকও রয়েছে।
advertisement
ডাচ ব্রেড বান হেয়ারস্টাইল: ইদানীং ডাচ ব্রেড বান খুব জনপ্রিয়। দেখতেও জমকালো লাগে। মোটা বিনুনি মাথার উপর দিয়ে আড়াআড়ি ভাবে যায়। সামনে ঝুলে থাকে একগুচ্ছ চুল। দেখতে খুব সুন্দর লাগে। তবে এই হেয়ারস্টাইল করতে সময় লাগে বিস্তর।
advertisement
মেসি বান: মেসি বান এখন ট্রেন্ডিং। টলিউড নায়িকাদের অনেককেই এই হেয়ারস্টাইলে দেখা গিয়েছে। আগোছালো চুলে একটা খোঁপা। আর খোঁপায় জড়ানো ফুলের মালা। ব্যস, মেসি বান প্রস্তুত। সময় কম লাগে। কিন্তু দেখতে লাগে চমৎকার। করবা চৌথের দিন এই হেয়ারস্টাইলে প্রিয়জনকে চমকে দিতে পারেন আপনিও।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hairstyle: তারকাদের মতো চুলের স্টাইল করুন নিজেই! রইল জমকালো ৫ হেয়ারস্টাইলের সাত-সতেরো
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement