Cheapest Gold: দাম এত কম! একেবারে ‘জলের দরে’ পাওয়া যাবে সোনা? এই ৫ দেশে ঘুরতে গেলেই কিনে নিন সস্তায় সোনা, বিরাট লাভ

Last Updated:
Cheapest Gold Price: মন চাইলেও পছন্দের গয়না কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার দশা মধ‍্যবিত্তের। তবে, বিশ্বের কয়েকটি দেশে একেবারে খুব সস্তায় পাওয়া যায় সোনা।
1/11
সোনার প্রতি ভারতীয়দের এক টান বরাবরের। প্রচুর মানুষ সোনার গয়না পরতে ভালবাসেন। মূল‍্যবান ধাতু হওয়ায় সোনাকে সম্পদ হিসেবেও কিনে রাখতে পছন্দ করতেন অনেকে। তবে শখ থাকলেও অনেকেরই সাধ‍্যের বাইরে সোনা কেনা।
সোনার প্রতি ভারতীয়দের এক টান বরাবরের। প্রচুর মানুষ সোনার গয়না পরতে ভালবাসেন। মূল‍্যবান ধাতু হওয়ায় সোনাকে সম্পদ হিসেবেও কিনে রাখতে পছন্দ করতেন অনেকে। তবে শখ থাকলেও অনেকেরই সাধ‍্যের বাইরে সোনা কেনা।
advertisement
2/11
ভারতীয় মহিলাদের সোনার গয়নার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। কিন্তু ভারতে বাড়তে থাকা সোনার দামের কারণে অনেকের কাছেই সোনার গয়না সাধ‍্যের বাইরে।
ভারতীয় মহিলাদের সোনার গয়নার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। কিন্তু ভারতে বাড়তে থাকা সোনার দামের কারণে অনেকের কাছেই সোনার গয়না সাধ‍্যের বাইরে।
advertisement
3/11
মন চাইলেও পছন্দের গয়না কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার দশা মধ‍্যবিত্তের। তবে, বিশ্বের কয়েকটি দেশে একেবারে জলের দরে পাওয়া যায় সোনা।
মন চাইলেও পছন্দের গয়না কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার দশা মধ‍্যবিত্তের। তবে, বিশ্বের কয়েকটি দেশে একেবারে জলের দরে পাওয়া যায় সোনা।
advertisement
4/11
এই মুহূর্তে দেশে ২৪ ক‍্যারেট সোনার দাম প্রায় সত্তর হাজার পেরিয়ে প্রায় ৭৫ হাজারের আশপাশে। তবে বিশ্বের এই দেশগুলিতে অনেক কম টাকা খরচ করেই পেতে পারেন সোনার গয়না। দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নীচে দেওয়া হল কোন কোন দেশে সোনার দাম কম, তার তথ‍্য।
এই মুহূর্তে দেশে ২৪ ক‍্যারেট সোনার দাম প্রায় সত্তর হাজার পেরিয়ে প্রায় ৭৫ হাজারের আশপাশে। তবে বিশ্বের এই দেশগুলিতে অনেক কম টাকা খরচ করেই পেতে পারেন সোনার গয়না। দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নীচে দেওয়া হল কোন কোন দেশে সোনার দাম কম, তার তথ‍্য।
advertisement
5/11
ইন্দোনেশিয়া: অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইন্দোনেশিয়া পর্যটকদের জন‍্য অন‍্যতম পছন্দের দেশ। এ দেশেও সোনার দাম অনেক কম। এখানে ২৪ ক‍্যারেট সোনার দাম ইন্দোনেশিয়াতে ১,৩৩০,২২৬ আইডিআর(ইন্দোনেশিয়া রুপিয়া)। ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় ৫,০০০ টাকা কম।
ইন্দোনেশিয়া: অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইন্দোনেশিয়া পর্যটকদের জন‍্য অন‍্যতম পছন্দের দেশ। এ দেশেও সোনার দাম অনেক কম। এখানে ২৪ ক‍্যারেট সোনার দাম ইন্দোনেশিয়াতে ১,৩৩০,২২৬ আইডিআর(ইন্দোনেশিয়া রুপিয়া)। ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় ৫,০০০ টাকা কম।
advertisement
6/11
দুবাই: দুবাইতে সোনার দাম ভারতের চেয়ে অনেক কম। আধুনিক প্রযুক্তিতে সেরা, পর্যটনের ক্ষেত্রেও অন‍্যতম সেরা দুবাই। এখানে এখানে সোনার দাম প্রতি গ্রাম ৩১৭ এইডি অর্থাৎ প্রতি ১০ গ্রাম ৭২,৪৩০ টাকা। তাই দুবাইতে ঘুরতে গেলে সোনা কিনে আনতে ভুলবেন না।
দুবাই: দুবাইতে সোনার দাম ভারতের চেয়ে অনেক কম। আধুনিক প্রযুক্তিতে সেরা, পর্যটনের ক্ষেত্রেও অন‍্যতম সেরা দুবাই। এখানে এখানে সোনার দাম প্রতি গ্রাম ৩১৭ এইডি অর্থাৎ প্রতি ১০ গ্রাম ৭২,৪৩০ টাকা। তাই দুবাইতে ঘুরতে গেলে সোনা কিনে আনতে ভুলবেন না।
advertisement
7/11
মালাওয়াই: পূর্ব আফ্রিকার এই দেশেও সোনার দাম অনেক কম। ২৪ ক‍্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৪৮২,৬৬০.৭০ MWK। ভারতের চেয়ে মূল‍্যের বিচারে এদেশেও প্রায় ৫০০০ টাকা কম সোনার দাম।
মালাওয়াই: পূর্ব আফ্রিকার এই দেশেও সোনার দাম অনেক কম। ২৪ ক‍্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৪৮২,৬৬০.৭০ MWK। ভারতের চেয়ে মূল‍্যের বিচারে এদেশেও প্রায় ৫০০০ টাকা কম সোনার দাম।
advertisement
8/11
হংকং: পর্যটনের জন‍্য হংকংও অত‍ি পরিচিত একটি জায়গা। ঘুরতে গেলে এই দেশ থেকেও কিনে আনতে পারেন সোনা। এখানেও সোনার দাম ভারতের চেয়ে প্রায় ৫০০০ টাকা কম।
হংকং: পর্যটনের জন‍্য হংকংও অত‍ি পরিচিত একটি জায়গা। ঘুরতে গেলে এই দেশ থেকেও কিনে আনতে পারেন সোনা। এখানেও সোনার দাম ভারতের চেয়ে প্রায় ৫০০০ টাকা কম।
advertisement
9/11
কম্বোডিয়া: অক্টোবরের ১২ তারিখে কম্বোডিয়ায় ২৪ ক‍্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৪৭,৩৭৮.৪৩ KHR। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭২,০৬০ টাকা। অর্থাত্‍ ভারতের বেশ সস্তায় পাওয়া যাবে সোনা।
কম্বোডিয়া: অক্টোবরের ১২ তারিখে কম্বোডিয়ায় ২৪ ক‍্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৪৭,৩৭৮.৪৩ KHR। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭২,০৬০ টাকা। অর্থাত্‍ ভারতের বেশ সস্তায় পাওয়া যাবে সোনা।
advertisement
10/11
বিদেশ থেকে সোনা আনার নিয়ম প্রতিটি দেশে আলাদা হতে পারে, তবে ভারতে সোনা আনার কিছু নিয়ম সবার জন্য একই:

যাত্রীদের আনা সোনার শুল্ক পরিবর্তনযোগ্য মুদ্রায় পরিশোধ করতে হবে।

সোনার চার্জের জন্য যোগ্য হতে আপনার অবশ্যই একটি ভারতীয় পাসপোর্ট থাকতে হবে।

যদি ৬ মাসে মোট এক মাসের জন্য বিদেশ ভ্রমণ থেকে ফিরে আসেন, তাহলে সরকার আপনাকে ৩৮.৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করবে।
বিদেশ থেকে সোনা আনার নিয়ম প্রতিটি দেশে আলাদা হতে পারে, তবে ভারতে সোনা আনার কিছু নিয়ম সবার জন্য একই: যাত্রীদের আনা সোনার শুল্ক পরিবর্তনযোগ্য মুদ্রায় পরিশোধ করতে হবে। সোনার চার্জের জন্য যোগ্য হতে আপনার অবশ্যই একটি ভারতীয় পাসপোর্ট থাকতে হবে। যদি ৬ মাসে মোট এক মাসের জন্য বিদেশ ভ্রমণ থেকে ফিরে আসেন, তাহলে সরকার আপনাকে ৩৮.৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করবে।
advertisement
11/11
সোনার চার্জের জন্য যোগ্য হতে আপনার অবশ্যই একটি ভারতীয় পাসপোর্ট থাকতে হবে।যদি ৬ মাসে মোট এক মাসের জন্য বিদেশ ভ্রমণ থেকে ফিরে আসেন, তাহলে সরকার আপনাকে ৩৮.৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করবে।
সোনার চার্জের জন্য যোগ্য হতে আপনার অবশ্যই একটি ভারতীয় পাসপোর্ট থাকতে হবে।যদি ৬ মাসে মোট এক মাসের জন্য বিদেশ ভ্রমণ থেকে ফিরে আসেন, তাহলে সরকার আপনাকে ৩৮.৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করবে।
advertisement
advertisement
advertisement