বিশ্বজিৎ সাহা
#কলকাতা: সন্ধে হওয়ার আগেই রেলের ওভারহেড বিদ্যুৎ সংযোগের খুঁটি বেয়ে ওপরে উঠে পড়ে যুবক। দমদম ও বিধান নগর স্টেশন এর মাঝের ঘটনা। পাতিপুকুর ৮ নম্বর রেললাইনে ওভারহেড পোস্টের উপরে এক অজ্ঞাত পরিচয় যুবক উঠে পরে। রাত সাড়ে আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা জড়ো হয়। খবর যায় রেল পুলিশে। জিআরপি এবং রেল পুলিশ ঘটনাস্থলে আসে। যুবককে নামানোর চেষ্টা হয়। দূর থেকে দেখে যুবককে মানসিক ভারসাম্যহীন বলে মনে করছে রেল পুলিশ।
ওভারহেডের তারে বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। রেল পুলিশ ও জিআরপির পাশাপাশি দমকল এসে উদ্ধার কাজের চেষ্টা করছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indain Railway, Patipukur