Salt Lake lynching: বউবাজারের পর সল্টলেক, চোর সন্দেহে পিটিয়ে খুন যুবক! ধৃত বাংলাদেশী সহ ৩
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
এ দিন ভোরে সল্টলেকের করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, এক ব্যক্তি মৃত অবস্থায় একজন তরুণকে হাসপাতালে নিয়ে এসেছে৷
সল্টলেক: বউবাজার গণপিটুনি কাণ্ডের পর চব্বিশ ঘণ্টাও কাটল না৷ ফের মোবাইল চোর সন্দেহে সল্টলেকে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ মৃত তরুণের নাম প্রসেন মণ্ডল (২২)৷ এ দিন ভোরে এই ঘটনা ঘটেছে সল্টেলেকেরই পোলেনহাট এলাকায়৷
জানা গিয়েছে, এ দিন ভোরে সল্টলেকের করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, এক ব্যক্তি মৃত অবস্থায় একজন তরুণকে হাসপাতালে নিয়ে এসেছে৷ ওই ব্যক্তিকে আটকেও রাখে হাসপাতাল কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ৷
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদ করায় মৃত যুবকের সঙ্গে থাকা ব্যক্তি স্বীকার করে নেন এ দিন সকালে তিনি, তাঁর ছেলে এবং আরও একজন মিলে মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে বেধড়ক মারধর করে৷ মারধরের জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসে ওই অভিযুক্ত৷
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা৷ ধৃতদের নাম তপন সরকার, হরসিত সরকার এবং শ্রীদাম মণ্ডল৷ ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিকও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃতদের আজই আদালতে তোলা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2024 3:26 PM IST