Salt Lake lynching: বউবাজারের পর সল্টলেক, চোর সন্দেহে পিটিয়ে খুন যুবক! ধৃত বাংলাদেশী সহ ৩

Last Updated:

এ দিন ভোরে সল্টলেকের করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, এক ব্যক্তি মৃত অবস্থায় একজন তরুণকে হাসপাতালে নিয়ে এসেছে৷

এই জায়গাতেই পিটিয়ে খুন করা হয় তরুণকে, দেখাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা৷
এই জায়গাতেই পিটিয়ে খুন করা হয় তরুণকে, দেখাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা৷
সল্টলেক: বউবাজার গণপিটুনি কাণ্ডের পর চব্বিশ ঘণ্টাও কাটল না৷ ফের মোবাইল চোর সন্দেহে সল্টলেকে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ মৃত তরুণের নাম প্রসেন মণ্ডল (২২)৷ এ দিন ভোরে এই ঘটনা ঘটেছে সল্টেলেকেরই পোলেনহাট এলাকায়৷
জানা গিয়েছে, এ দিন ভোরে সল্টলেকের করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, এক ব্যক্তি মৃত অবস্থায় একজন তরুণকে হাসপাতালে নিয়ে এসেছে৷ ওই ব্যক্তিকে আটকেও রাখে হাসপাতাল কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ৷
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদ করায় মৃত যুবকের সঙ্গে থাকা ব্যক্তি স্বীকার করে নেন এ দিন সকালে তিনি, তাঁর ছেলে এবং আরও একজন মিলে মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে বেধড়ক মারধর করে৷ মারধরের জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসে ওই অভিযুক্ত৷
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা৷ ধৃতদের নাম তপন সরকার, হরসিত সরকার এবং শ্রীদাম মণ্ডল৷ ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিকও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃতদের আজই আদালতে তোলা হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake lynching: বউবাজারের পর সল্টলেক, চোর সন্দেহে পিটিয়ে খুন যুবক! ধৃত বাংলাদেশী সহ ৩
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement